X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ.লীগ-বিএনপি প্রার্থীর বিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

খুলনা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ১১:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১১:৪৭

BNP_AL_Powro

খুলনার পাইকগাছায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত করে দেখেছেন। এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার আওয়ামী লীগ মনোনীত সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ব্যালট পেপারে আগাম সিল দিয়ে রেখে দিচ্ছেন এবং ভোটারদের বলছেন, তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে।’ তিনি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মৌখিকভাবে এ অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘নমুনা ব্যালট পেপার নতুন ভোটরদেরকে দেখানো হচ্ছে। নমুনা ব্যালটে সিল মারার কোনও সুযোগ নেই। এটি অপপ্রচার মাত্র।’ তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘পৌরসভা এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে জোটের বহিরাগত লোকজন এসে নির্বাচনে প্রভাব বিস্তার করছে। যে কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।’

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন সিনিয়র অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বিএনপির মেয়র প্রার্থী সাত্তারের মৌখিকভাবে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করা হয়। কিন্তু কোনও পাওয়া যায়নি।

তিনি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন। তবে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর থেকে বহিরাগত কেউ নির্বাচনি এলাকায় থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বিরাজ করছে এবং এখনও পর্যন্ত নির্বাচনি কোনও আচরণবিধি লঙ্ঘিত হয়নি।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত প্রার্থী জি এম আব্দুস সাত্তার ও জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী অ্যাড. আব্দুল মজিদ সক্রিয় রয়েছেন। সংরক্ষিত ৩টির মধ্যে ২টি আসনে ৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা