X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাব্বীকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল চেম্বারে স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ১৫:০৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৫:০৮

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক ও নির্যাতনের ঘটনায় হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি জানান,  আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।

গত ১৭ জানুয়ারি রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এবং রিপোর্টার জাহিদ হাসান। পরে ১৮ জানুয়ারি গোলাম রাব্বীকে আটক ও নির্যাতনের ঘটনা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট
একইসঙ্গে পুলিশের কাছে রাব্বীর করা অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করতে মোহাম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রহণ করতে নির্দেশ দেন। বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দেওয়া আদেশে দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, তেজগাঁও জোনের উপ-কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে এ রুলের জবাব দিতে বলেছিলেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর ভাষ্য অনুযায়ী, গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর তাজমহল রোডে এক আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে তাকে আটক করে পুলিশ। এরপর তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে পুলিশের উপ-পরিদর্শক মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন। এসময় তাকে মারধরও করা হয়। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত হলে গত শনিবার অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়।

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি