X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিজবুত তাহরিরে জড়িত ঢাবির আরও ২৯ শিক্ষার্থী!

সাদিকুর রহমান, ঢাবি
২৫ জানুয়ারি ২০১৬, ২২:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ০০:৩৯


ঢাবির আরও ২৯ শিক্ষার্থী (এআইএস) অ্যাকাউন্টিং নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ২৯ শিক্ষার্থীর বিরুদ্ধে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। এর আগে গতকাল রবিবার রাতে হিজবুত তাহরির সঙ্গে জড়িত থাকার দায়ে ৬ জনকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রোক্টর অফিস সূত্রে পাওয়া গেছে, সন্দেহের তালিকায় থাকা এসব শিক্ষার্থীদের মধ্যে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জন, ফিন্যান্স বিভাগের ৪ জন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২ জন, মার্কেটিং বিভাগের ১১ জনের নাম পাওয়া গেছে।
এই সন্দেহের তালিকায় ফিন্যান্স বিভাগের আছেন ৪ শিক্ষার্থী। এরমধ্যে ১৫তম ব্যাচের শুভ, বাকি তিনজন সাদমান, রুবেল মিয়া, মুকিত। এর মধ্যে মুকিত হচ্ছেন ১৮তম ব্যাচ। আর সাদমান ও রুবেল মিয়ার বিষয়ে এর বেশি জানা যায়নি।
ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ জনের মধ্যে রয়েছেন- ২০তম ব্যাচের শিশির, রিজওয়ান, রাশেদ; ২১তম ব্যাচের সালেহ, আল আমিন। এছাড়া গোলাম জাকারিয়া, শাহ আলম ও পারভেজ আহমেদের বিস্তারিত জানা যায়নি।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে সন্দেহের তালিকায় রয়েছেন ১৮তম ও ২০তম ব্যাচের শাহিন।

ঢাবির আজীবন বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর নাম প্রকাশ
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪ জন হলেন- ১৯তম ব্যাচের মেহেদী, ২০তম ব্যাচের হিমেল, ফিরোজ এবং ২১তম ব্যাচের এহসান।
সন্দেহের তালিকায় সব থেকে বেশি রয়েছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। এ বিভাগের ১১ জন হলেন- ১৮তম ব্যাচের সোহাগ, আকরাম; ২১তম ব্যাচের শরিফ, ১৯তম ব্যাচের রাকিব,তারেক; ২০তম ব্যাচের অনিক, দিদার,নাজমুল ও ২১তম ব্যাচের মেহেদী। এছাড়া নাজ ও নূরের বিস্তারিত জানা যায়নি।

ঢাবির আরও ২৯ শিক্ষার্থী (এমআইএস) ঢাবির আরও ২৯ শিক্ষার্থী (ম্যানেজমেন্ট)

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর এম আমজাদ বাংলা ট্রিবিউনকে বলেন- ‘প্রায় দুই থেকে তিনমাস আগে সোলায়মান নামে মুহসীন হলের এক শিক্ষার্থীকে হিজবুত তাহরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। সে সময় তার কাছে থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। সেখানে এই ২৯ জনের নাম পাওয়া যায়।

/এসআর /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন