X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজধানীতে ফের মায়ের হাতে শিশুপুত্র খুনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৬, ০৬:২৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১১:০৩

শিশু হত্যা পারিবারিক কলহের জের ধরে ফের রাজধানীতে এক মা তার একবছরের শিশুপুত্রকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির একটি বাসায় এই ঘটনা ঘটে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম রাত সোয়া একটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ আজ  মধ্যরাতে নেহাল সাদিক নামের ওই শিশুটিকে তার মা মুক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শিশুটির বাবার নাম সাজ্জাদ হোসেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন।’
শিশুটির মাকে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে বলেও ওসি জানান। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিয়ে হয়। তবে দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে শিশুটির বাবা সাজ্জাদ কাজে চলে যান। রাতে তিনি বাসায় ফিরে দেখেন শিশু নেহালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শিশুটির মাও আত্মহত্যার চেষ্টা করেন।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত করে শাহজালালের সিএসওকে সতর্ক করলেন আদালত

ওসি জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা তাকে হত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে রামপুরার বনশ্রীর এলাকার ‘বি’ ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে এক সঙ্গে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয় ১৪ বছর বয়সী বোন নুসরাত আমান অরণী ও ৬ বছর বয়সী তার ছোট ভাই আলভী আমান। পরিবার খাবারে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর কথা বললেও ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়ার পর এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-পুলিশ ঘটনার তদন্তে মাঠে নামে।

ঘটনার তিনদিন পর দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা র‌্যাবের কাছে স্বীকার করেন নিহত শিশুদের গর্ভধারিণী মা মাহফুজা মালেক জেসমিন। সন্তানদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তার ও অস্থিরতা থেকে এ হত্যাকাণ্ড ঘটানোর কথা বলেন মা জেসমিন।
হত্যাকাণ্ডের বিষয়ে র‌্যাবের কাছে মায়ের স্বীকারোক্তি দেওয়ার পর বাবা আমানুল্লাহ একমাত্র জেসমিনকে আসামি করে মামলা দায়ের করেন। মা এ বিষয়ে আদালতেও স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

 

/এআরআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান