X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আবর্জনা চলে গেলে দলের শক্তি আরও বাড়বে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির নামে রাজনীতি করবে কিন্তু কাজ করবে অন্য দলের জন্য, তারা কী জাতীয় পার্টির অ্যাসেট হতে পারে?  তারা জাতীয় পার্টির জন্য আবর্জনা। এই আবর্জনা চলে গেলে আমাদের দলের শক্তি আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, যারা আমাদের দলকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য, দল এবং দেশ-জাতির স্বার্থের দিকে খেয়াল করে না এই সমস্ত লোক আমাদের দলে থাকার চেয়ে না থাকাই ভালো। তারা সুবিধাবাদী দলের পলিটিশিয়ান। তারা ব্যক্তিগত স্বার্থে রাজনীতিকে ব্যবহার করে। দেশ ও জাতির স্বার্থ তো দূরের কথা তারা দলের স্বার্থ পর্যন্ত দেখে না।

জিএম কাদের বলেন, আমার পপুলারিটি ক্ষমতাসীন দল ভালো চোখে দেখেনি। তারা বিভিন্নভাবে এটাকে দমন করার চেষ্টা করেছে। নির্বাচনে যখন আমরা যাবো না তখন তারা আমাদের হাতে-পায়ে ধরে রিকোয়েস্ট করে নিয়ে গেছে। আমি কোনও নেগোসিয়েশনে ছিলাম না। যারা নেগোসিয়েশনে গিয়েছে এবং শেষ পর্যন্ত যেটা নেগোসিয়েশন হয়েছে সেটা আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ তারা ২৬টি (আসন) দিয়েছে। আমরা ৬০-৭০টি চেয়েছিলাম, সেটা তারা (আওয়ামী লীগ) দেয়নি, তারা তাদের সিরিয়াল মতো দিয়েছে। অনেক জায়গায় আমরা যেটা চেয়েছি সেটা দেয়নি, পাশের সিট দিয়েছে।

যেদিন আমাদের একটা দিন ছিল সরে আসার সেদিন আমি সবাইকে বলেছিলাম, এটা (নির্বাচনে যাওয়া) আমাদের দলের জন্য ভালো হবে না, আমরা সরে আসতে পারি। পরে আমরা আরও ১০-১৫টা সিট চেয়েছিলাম সিনিয়র নেতাদের জন্য।  শেষ পর্যন্ত আমার স্ত্রীকে একটি আসন দিয়ে বললো বাকিগুলো দেওয়া হবে। কিন্তু বাইরে প্রচারণা হলো আমি স্ত্রীর জন্য নির্বাচনে গিয়েছি। এগুলো প্রচারণা, শুধু আমাকে পচানোর জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করা হয়েছে। 

তিনি আরও বলেন, যত লোক যাবে আমি কাউকে ফিরিয়ে আনতে চেষ্টা করবো না। আর কেউ নিজের ইচ্ছায় চলে যেতে চাইলে আমি অন্তর থেকে খুশি হবো। কারণ এসব লোক কখনোই আমার ছিল না। এরা টেম্পোরারিলি এসেছিল, আবার নিজের জায়গায় চলে গিয়েছে। এরা চলে গেলে দলটায় সত্যিকার অর্থেই একটা চরিত্র হবে। দল টিকে— রাজনীতি থাকলে, শুধু দল থাকলেই টিকে না। আমি রাজনীতি দিতে পারলে তাহলে আমার দলে অনেক লোক আসবে, সাপোর্ট আসবে। জনগণের সেবা করলে জনগণ আমার সাথে থাকবে। কিন্তু যতই দালালি করি, জনগণ আমার সাথে থাকবে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক আদেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এমএস/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বশেষ খবর
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
আফগানদের বিশ্বকাপ দলে ৬ অলরাউন্ডার 
কাজের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেলো শ্রমিকের
কাজের সন্ধানে বেরিয়ে সড়কে প্রাণ গেলো শ্রমিকের
৮ ঘণ্টা শ্রম ৮ ঘণ্টা বিনোদন ৮ ঘণ্টা বিশ্রাম কোথায়
৮ ঘণ্টা শ্রম ৮ ঘণ্টা বিনোদন ৮ ঘণ্টা বিশ্রাম কোথায়
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!