X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ. লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৯:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানানোর পাশাপাশি আশা প্রকাশ করেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সম্মেলন ভূমিকা রাখবে।

সকালে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুতে ঢাকাস্থ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আলমগীর বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানায়। আমরা সম্মেলনে যেতে আওয়ামী লীগের তরফ থেকে আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘বিএনপি প্রত্যাশা করে, আওয়ামী লীগের এ সম্মেলন গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই দলটিই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।’

আওয়ামী লীগের সম্মেলন জাকজমকভাবে হচ্ছে- এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল সামর্থ্য ও পরিবেশ অনুযায়ী সম্মেলন ও কার্যক্রম পরিচালনা করবে। কেবল বিএনপি নয়, বিরোধীদলকে কোনও গণতান্ত্রিক পরিসর বা স্পেস দেওয়া হচ্ছে না। শুধু সভা-সমাবেশের ব্যাপারেই নয়, সব ক্ষেত্রেই এখন গণতন্ত্র প্রায় নির্বাসিত হয়ে গেছে। সেই কারণে আমরা আশা করি, আওয়ামী লীগ নিজেদের জন্য যে কাজটি করছে, সেই কাজটি অন্যান্য রাজনৈতিক দলকে করার সুযোগ দেবে।

দারিদ্র বিমোচনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশের যে প্রশংসা করেছেন, সে বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে দারিদ্র বিমোচনের যে সফলতা, তা শুরু হয়েছে অনেক আগে। ১৯৭৪ সালে আওয়ামী লীগের আমলে যে দুর্ভিক্ষ হয়, সে সময়ে অনেকে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত করেছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমান তার ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছিলেন, তারই ধারাবাহিকতায় আপনারা আজকের বাংলাদেশকে দেখতে পাচ্ছেন।’

/এসটিএস/এআরএল /

আরও পড়ুন: 

আমি বৈধ রাষ্ট্রপতি: এরশাদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত