X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মকবুল আহমাদের একাত্তরের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান তরিকতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৯:১০

 

জামায়াতের আমির মকবুল আহমাদ জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তদন্ত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এমএ আউয়াল এমপি। মঙ্গলবার সন্ধ্যায় দলটির দফতর সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

মকবুল আহমাদের একাত্তরের অবস্থান নিয়ে পরিষ্কার তথ্য খুঁজে বের করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আহ্বান জাননো হয় বিবৃতিতে।

সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী ও আউয়াল এমপি বলেন, ‘মকবুল আহমাদের ইন্ধনে হিন্দু পরিবারসহ অন্তত ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা মাওলানা ওয়াজ উদ্দিনকেও তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে সরকারের উচিত, দ্রুত তার বিষয়ে সিদ্ধান্তে আসা এবং তদন্ত সংস্থাকে তদন্ত করার নির্দেশ দেওয়া।’

সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি আরও বলেন, ‘আমির নির্বাচিত হওয়ার পরই গণমাধ্যমের সূত্রে জানা গেছে, জামায়াতের আমির মুক্তিযোদ্ধাদের নিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেককেই শ্রদ্ধা জানিয়েছেন। এই শ্রদ্ধা জানানোর ফলে জামায়াতের মূল চরিত্র সম্পর্কে ভুলে গেলে চলবে না।’  জনগণকে সতর্ক করে দিয়ে তরিকতের এই দুই নেতা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত প্রকাশ্যে ক্ষমা না চাইবে, ততক্ষণ এই দলকে বিশ্বাস করা হবে চরম বোকামি।’

এই দুই নেতা জামায়াতের নতুন আমিরের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চেয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে মকবুল আহমাদ সম্পর্কে জানার আহ্বান জানাচ্ছি।’ এ ব্যাপারে সত্যটা বের করার দাবি জানান তারা।

 আরও পড়ুন: জামায়াতের নতুন আমির: ৭১-এর রাজাকার-কমান্ডার, আছে হত্যার অভিযোগও

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ