X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

‘ক্ষমতা ধরে রাখতেই সংবিধান কাটাছেঁড়া করেছে আ. লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে বোকা বানাতে সরকার সত্য লুকিয়ে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতেই সংবিধান কাটাছেঁড়া করেছে। তারা সংবিধানকে তাদের উপযোগী করে অলিখিত শাসন ব্যবস্থা ধরে রাখতে চাইছে।’ রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর তানোরে’র শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ ক্ষমতালিপ্সা সরকারকে অন্ধ করে রেখেছে। কিন্তু ইতিহাস বলে এতে শেষ রক্ষা হয় না।’ তিনি বলেন, ‘প্রতিদিনই আমরা দেখছি, বিনা-বিচারে মানুষ হত্যা করে ফেলে রাখা হচ্ছে। বলা হচ্ছে, ক্রসফয়ারে মারা গেছে। কোনও বিচার নেই। হত্যা-গুম করা হচ্ছে। জঙ্গির নামে গ্রেফতার করে ক্রসফায়ার দেওয়া হচ্ছে। অথচ তিনি (আইনমন্ত্রী) বলছেন, বিচারবহির্ভূত হত্য বন্ধ করতে তারা বদ্ধপরিকর।’

বিএনপির এই মহাসচিব বলেন,  ‘স্বাধীনতা-পরবর্তী সময়ে যেভাবে মত-প্রকাশের অধিকার কেড়ে নিয়ে দেশ পরিচালনা করা হয়েছে, এখনও সেভাবই সরকার দেশ পরিচালনা করছে। যারা সেদিন শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তাদের অনেকেই এখন এ সরকারের মন্ত্রিসভায় আছেন।’ তিনি আরও  বলেন, ‘এই জোটের আন্দোলন ক্ষমতায় কিংবা সরকারের যেতে নয়, জনগণের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। সেজন্য যারা মৌলিক অধিকার, ভোটাধিকার ও মত-প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনএনপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামন ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক ড. খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

/আরএআর/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র