X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৮

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে ঢাকার আশপাশের জেলাগুলো দলীয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক সভায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি ভাষ্যের বিপরীতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ জেলা পরিষদ নির্বাচনকে সংবিধান পরিপন্থী উল্লেখ বক্তব্য রাখেন।  

মওদুদ আহমদের ওই বক্তব্যের বিপরীতে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি ও স্পিকার যেভাবে নির্বাচিত হন, সেভাবে ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনও বিষয় নয়।’ ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘বিএনপির কাছে আমরা কিসের সংবিধান শিখব? কোন সংবিধানের বদৌলতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন?’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ বিষেয়ে বিএনপির নৈতিক অবস্থানের সমালোচনা করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন,  ‘সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। দলীয় সরকারের অধীনে এ নির্বাচন একটি মডেল নির্বাচন হতে পারে। দেশ-বিদেশে সমাদৃত হয়েছে এ নির্বাচন। কিন্তু বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অনেক কথা বলেছেন। আমরা মনে করেছিলাম, এটা বলার জন্য বলা। কিন্তু খালেদা জিয়া এ নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন এবং ষড়যন্ত্র খুঁজেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগের সপক্ষে খালেদা জিয়াকে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে হবে। তা না হলে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। ’

উল্লেখ্য আগামী বছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় জনসভা করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এই জনসভাকে সফল  করার জন্যে ঢাকার আশপাশের জেলারগুলো দলীয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ওবায়দুলের কাদেরের এই যৌথ সভা আয়োজিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের নেতারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ