X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের দ্বন্দ্ব প্রকাশ্যে, প্রধান কার্যালয়ে মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ২০:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:৫৪


বিএনপির কেন্দ্রীয় অফিসে ছাত্রদলের বৈঠক গ্রুপ-উপগ্রুপে কোন্দল থাকলেও এবার কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ছাত্রদলের বর্তমান সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বর্তমান কমিটির প্রভাবশালী কয়েকজন সিনিয়র নেতা। সোমবার অনুসারীদের নিয়ে ছাত্রদলের কয়েকজন নেতা কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া এবং ইউনিটের ঢাউস কমিটির বিরোধিতা করে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।

এদিন বিকাল তিনটায় এ বৈঠক শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে বর্তমান সহসভাপতি এজমল হোসেন পাইলট, যুগ্মসাধারণ সম্পাদক বায়েজিদ আরেফীন ও আবুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, মূলত ২০১৪ সালে ১৪ অক্টোবর গঠন হওয়া রাজিব-আকরাম কমিটির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে বৈঠক হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, সংগঠনের অভিভাবক খালেদা জিয়া বলার পরও ইউনিট কমিটিগুলো ঢাউস করে গঠন করা হচ্ছে। ইতোমধ্যে ৬শ’ সদস্যের ঢাকা কলেজ কমিটি নিয়ে ফেসবুকে কৌতুক শুরু হয়েছে। পাশাপাশি বিশাল এই কমিটির পেছনে সভাপতি ও সেক্রেটারি দুজনেই উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের প্রধান কার্যালয়। ওই কার্যালয়ে ছাত্রদলের দুশতাধিক অনুসারী ও নেতাকর্মী উপস্থিত ছিল।

বৈঠকে ছাত্রদলের নেতাকর্মীরা বৈঠকে অংশ নেওয়া সহসভাপতি এজমল হোসেন পাইলট বাংলা ট্রিবিউনকে বৈঠকের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমাদের মেয়াদোত্তীর্ণ কমিটি, বড় বড় ইউনিট গঠনসহ সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী দিনের আন্দোলনের কথা বিবেচনা করে ম্যাডাম জিয়ার নেতৃত্বে একটি সক্রিয় ছাত্রদল প্রয়োজন। আমরা সেভাবেই কাজ করছি ।’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে আরও  কিছুদিন অপেক্ষা করার পক্ষে মত দেওয়া হয়েছে। এরপরই এ বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৭৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে সংগঠনটি। গঠনতন্ত্র অনুযায়ী দুবছর পর কমিটির মেয়াদ শেষ হলেও এখনও পর্যন্ত নতুন কমিটি গঠনের কোনও উদ্যোগ নেয়নি হাইকমান্ড।

এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন: আবারও নয়াপল্টনে যাচ্ছে ‘আসল বিএনপি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!