X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শরিক দলগুলোকে কমন নাম প্রস্তাবের পরামর্শ বিএনপির

সালমান তারেক শাকিল
৩০ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:২৫

বিএনপি
২০ দলীয় জোটের শরিক দলগুলোকে সার্চ কমিটির কাছে কমন নাম প্রস্তাব করতে পরামর্শ দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টনে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই পরামর্শ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বিকাল সোয়া তিনটায় বৈঠক শুরু হয়ে চারটার দিকে বৈঠক শেষ হয়।

বৈঠকে উপস্থিত শরিক দলের একজন মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তা করা নামের তালিকা যেন দীর্ঘ হয়। বৈঠকে বিএনপির মহাসচিব শরিক দলগুলোর নেতাদের বলেন,  ‘নামের তালিকা দীর্ঘ হলে যাদের নাম তালিকাভুক্ত হবে, তাদের বোঝানো যাবে যে, আমরা তাদের সঙ্গে আছি।’

উল্লেখ্য, গত শনিবার সার্চ কমিটি ৩১টি রাজনৈতিক দলের কাছে  ৫জনের করে নাম আহ্বান করেছে।

বৈঠক সূত্র জানায়, সার্চ কমিটির কাছে বিএনপি যেসব নাম পাঠাবে, সেগুলো আজ (৩০ জানুয়ারি, সোমবার) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করা হবে। এই নামগুলোই জোটের শরিক দলগুলোর কাছেও পাঠিয়ে দেওয়া হবে।

সূত্র দাবি করে, শরিক দলগুলোর নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেছেন, ‘এই নামগুলোর সঙ্গে মিল রেখেই নিজের আপনাদের পছন্দের ব্যক্তিদের নাম যুক্ত করে দেবেন।’

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি রবিবার রাতে  বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, রবিবারের বৈঠক মুলতবি হয়েছে। সোমবার রাতে পুনরায় এই বৈঠক শুরু হবে। এই বৈঠকেই সার্চ কমিটিতে প্রস্তাবনার নামগুলো চূড়ান্ত করা হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান বলেন, ‘আমাদের বৈঠক ইতিবাচক হয়েছে।’

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে বিএনপির মহাসচিব ইতিবাচক রাজনীতির পক্ষে কথা বলেছেন। সার্চ কমিটির ডাকে সাড়া দিয়ে বিএনপি নাম দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, বিএনপিজোট ভুক্ত দলগুলো ইতিবাচক রাজনীতির পক্ষে। তাই ২০ দলীয় জোট সার্চ কমিটিকে নাম দেবে।’   

উল্লেখ্য,  রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠকে অংশ নিয়েছিল ২০ দলীয় জোটের সাতটি দল। বিএনপি ছাড়াও অন্য দলগুলো হলো, খেলাফত মজলিস, এলডিপি, জমিয়তে উলামা ইসলাম, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ (কামরুজ্জামান), ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

 আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটিকে নাম দেবে বিএনপি

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ