X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আই অ্যাম ওভারলোডেড: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগে পদ্মা সেতুর নির্মাণ কাজ দেখতে দেড় শতাধিকবার গিয়েছি। ভোর সাড়ে পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিফোনে, সামনা-সামনি কিংবা অফিসে যে কাজ করতাম তারপর আর কাজ খুঁজে পেতাম না। এখন দলের সেক্রেটারি হয়ে কাজ বেড়ে গেছে। আগে আমাকে জনসভায় ডাকত, কিন্তু আমি যেতাম না। এখন দলের সাধারণ সম্পাদক হওয়ায় আমাকে যেতে হয়। অ্যাই অ্যাম ওভারলোডেড।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘সিভিল ফেস্ট ২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সহজে প্রোগ্রাম শিডিউল দেই না। যদি কোনও প্রোগ্রামের শিডিউল দিয়ে থাকি, তবে সেখানে আমি মন্ত্রীর ব্যস্ততা নিয়ে উপস্থিত থাকি না। মন্ত্রীরা কোনও প্রোগ্রামে গেলেই উদ্যোক্তারা মাইকে বলতে থাকেন, মন্ত্রী সাহেব শত ব্যস্ততার মাঝে এসেছেন। ‘ব্যস্ত মন্ত্রী’ শুনতে আমার ভালো লাগে না। মন্ত্রী হয়েছি ব্যস্ত থাকার জন্য। ব্যস্ত না থাকলে আবার মন্ত্রী কী? মন্ত্রী কি শুয়ে বসে সময় কাটাবে? আমি মন্ত্রী হয়ছি তাই মঞ্চে বসে থাকব, ঘরে ঘুমিয়ে থাকব— এমন মন্ত্রিত্ব দরকার নাই।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘একটি হাসির নাটক দেখতাম, সেখানে ব্যস্ত ডাক্তার নামে একজন নায়ক আছে। বাংলাদেশে ‘ব্যস্ত মন্ত্রী’ নামে একটা নাটক হওয়া দরকার।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের রাস্তায় পরিবহনগুলো ফ্রি স্টাইলে চলছে। পরিবহনের সামনে লেখা ‘আল্লার নামে চলিলাম’। পেছনে লেখা ‘মায়ের দোয়া, বাবার দোয়া’। এরা মা-বাবার দোয়া নিয়ে আল্লার নামে চলতে শুরু করে কিছুক্ষণ পরে খাদে পড়ে কিংবা আইল্যান্ডের ওপর উঠে যায়। এখন আবার অনেক গাড়ির বাইরে লিখে রাখে ‘সিটিং সার্ভিস, গেইট লক’। অভিযানের কারণে এখন আবার লিখে রাখে ‘আল্লাহর কসম সিটিং সার্ভিস’। কিন্তু ভেতরে সিটিংয়ের জায়গায় চলছে ‘চিটিং’। এদের নিয়মের মধ্যে আনা খুবই কঠিন। তারপরও চেষ্টা চলছে, আমি হাল ছাড়ি নাই।’
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসার বিষয়ে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটি একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়। মাঝে কিছুটা সমস্যা হয়েছিল। এ সমস্যার জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্তৃপক্ষকে দায়ী করা ঠিক নয়। একইসঙ্গে গুটিকয়েক ব্যক্তির দায় যেন সবাইকে বহন করতে না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে সংশ্লিষ্টদের।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন, সদস্য বেনজির আহমেদ প্রমুখ।

আরও পড়ুন-

‘বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না’

নতুন ইসিও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সিইসি

/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!