X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আজ সিপিবি-বাসদের আধবেলা হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৫
image

আজ সিপিবি-বাসদের আধবেলা হরতাল গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। হরতালের সমর্থনে গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ, পদযাত্রা ও মিছিল করা হয়।

বাসদ-সিপিবি’র আহ্বানে হরতালের সমর্থন দিয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা সিপিবি-বাসদের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন। সোমবার বিকেল ৪টায় ফেডারেশনের অফিসে ফেডারেশনের নেতারা সিপিবি-বাসদ-এর নেতারা মতবিনিময় করেন।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল সফল করতে সিপিবি ও বাসদের নেতারা পল্টন, প্রেসক্লাব এলাকায় পদযাত্রা করেন। এছাড়া মিরপুর, ধানমণ্ডি, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও, সূত্রাপুর, শাহবাগ এলাকায় হরতালের সমর্থনে প্রচার মিছিল বের হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল ৬টা থেকেই পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল এলাকায় রাজপথে থাকবেন বলে জানিয়েছেন সিপিবি’র কেন্দ্রীয় নেতারা। এছাড়া শাহবাগ, আজিমপুর, সাইন্সল্যাব, মোহাম্মদপুর, মিরপুর ১০ নম্বর গোল চক্বর, বাহাদুর শাহ পার্ক, খিলগাঁও, তেজগাঁও, শান্তিনগর মোড়সহ ঢাকার বিভিন্ন স্থানে সিপিবি-বাসদ-এর নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করবেন।

হরতালে গণসংহতি আন্দোলনের নেতারা মহনগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেবেন। সোমবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমস্বয়কারী আবদুস সালাম এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে হরতাল সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ২০ দলীয় জোটভুক্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা সোমবার এক যুক্ত বিবৃতিতে হরতালে পূর্ণ সমর্থন জানান।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেন, ‘গ্যাস জাতীয় সম্পদ, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের স্বার্থকেই সমুন্নত রাখতে হবে। কোনও কায়েমী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের খপ্পড়ে না পড়ার দিকে নজর দিতে হবে।’

মঙ্গলবার হরতালে গান-আবৃত্তি ও নাটক নিয়ে রাজপথে অবস্থান করে সাধারণ মানুষকে এ দাবির পক্ষে সোচ্চার করে তোলার জন্য সক্রিয় থাকবে উদীচী।

অন্যদিকে হরতালের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক মানববন্ধনে থাকবেন বলে জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। এছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বাধীনতা শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের নেতারাও মানববন্ধনে থাকবেন বলে জানায় সংগঠনটি।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!