X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরেক সংস্কারপন্থীকে সাক্ষাৎ দিলেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
১৯ এপ্রিল ২০১৭, ০০:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:০৫

খালেদা জিয়া সংস্কারপন্থী আরও এক নেতাকে সাক্ষাৎ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রথম সারির সংস্কারপন্থী নেতা নজির হোসেনকে ডেকে তার সঙ্গে বৈঠক করেন তিনি। নজির হোসেন সুনামগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য। ওয়ান-ইলেভেনের সময় তিনি প্রথম সারির সংস্কারপন্থী ছিলেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় দেখা করেছেন নজির হোসেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় কার্যালয়ে প্রবেশ করে নজির হোসেন। পরে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে তিনি কার্যালয় ত্যাগ করেন।
দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে নজির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ৩৫ মিনিট ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। আগামী নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’
নজির হোসেন আরও বলেন, ‘আমাকে ম্যাডাম সুনামগঞ্জ বিএনপির দ্বন্দ্ব-কোন্দল নিরসনে কাজ করতে পরামর্শ দিয়েছেন।’ তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-মামলার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। নজির হোসেন নিজেও দলের স্বার্থে কাজ করার জন্য চেয়ারপারসনকে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান।
বিএনপির সূত্রের দাবি, অন্যান্য দলের সঙ্গে ঐক্যচেষ্টার আগেই বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত করতে বদ্ধপরিকর খালেদা জিয়া। এ কারণে এর আগে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ও নানা সময়ে সংস্কারপন্থী ছিলেন, এমন নেতাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন তিনি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাত ১২টায় বিএনপি চেয়ারপারসন বৈঠক করেন সংস্কারপন্থীদের মধ্যে আলোচিত দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আধাঘণ্টাব্যাপী ওই বৈঠকে স্বপন ও বকুলকে দলে সক্রিয় হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
/এমও/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত