X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

গণগ্রেফতারে পুলিশের অভিযান বন্ধের আহ্বান রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ০০:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০০:০৭

রুহুল কবির রিজভী কোনও ইস্যু বা আন্দোলন-সংগ্রাম কিংবা কোনও কারণ ছাড়াই বিশেষ অভিযানের নামে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিরোধী দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী গণগ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। তাই সোমবার (২৪ এপ্রিল) বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে পুলিশের এমন অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান, বাসায় বাসায় পোশাকধারী পুলিশ ও সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের অভিযান এবং সরকারি ক্যাডারদের বেপরোয়া রক্তারক্তির শিকার হয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের অভিযোগ, বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অভিযানে উৎসাহিত হয়ে এখন ক্ষমতাসীন দলের লোকেরা বেআইনি দখলদারিত্ব চালাচ্ছে। নিজেরা নিজেরা মারামারিতে মেতে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ায় এমপি ও মন্ত্রীর লোকেরা নিজেরা হানাহানি করছে, পুলিশের ওপর আক্রমণ চালাচ্ছে শুধু আধিপত্য বজায়ের জন্য।’
এসব অভিযান চালিয়ে সরকার পার পাবে না হুঁশিয়ারি দিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘এর মধ্য দিয়ে সরকার নিজের পতন ডেকে আনছে। সরকার দেশব্যাপী যে দুঃশাসন চালাচ্ছে তা থেকে উত্তরণের জন্য কোনও সমীকরণই কাজে আসবে না। আওয়ামী লীগ নেতাদের অবস্থা হচ্ছে প্রবাহমান নদীতে ডুবন্ত মানুষের খড়কুটো ধরে কোনোরকম বাঁচার আশার মতো।’

বিশেষ অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ ও ডিবি পুলিশ হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘বাড়িতে নেতাকর্মীদের না পেলে তাদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করা হচ্ছে। এমনকি শিশুরাও রক্ষা পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন থেকে।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ নেতাদের সংবর্ধনা দিয়ে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে মহানগর বিএনপি কার্যালয় থেকে ফেরার পথে মতিঝিল থানার ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শামসুদ্দিন বকুল এবং মো. হারুন মিয়াকে গ্রেফতার করে নিয়ে যায় মতিঝিল থানা পুলিশ।

বিএনপির অভিযোগ, রবিবার শিল্প নগরী টঙ্গী এলাকায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা মিলে অভিযানের নামে গোটা এলাকায় তাণ্ডব চালিয়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে পুলিশ। এ সময় ২০ দলীয় জোটের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

এই তাণ্ডবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন দলের ক্যাডার এমনকি মাদক ব্যবসায়ীরাও যুক্ত হওয়ায় পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে টঙ্গীতে একযোগে ১৫টি ওয়ার্ডে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসায় তল্লাশির নামে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই