X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দাওয়াতপত্র নিয়ে সস্তা রাজনীতি করছে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ২২:৪৯আপডেট : ০৯ মে ২০১৭, ২৩:১৮

ড. আব্দুর রাজ্জাক বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার সংবাদ সম্মেলনের দাওয়াতপত্র নিয়ে দলটি সস্তা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
বিএনপির পক্ষ থেকে দলটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, `বিএনপির পক্ষ থেকে দাওয়াতপত্র নিয়ে সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ দঁড়িয়ে থাকলেও কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।’
বিএনপির পক্ষ থেকে আগেই আওয়ামী লীগের উপ দফতর সম্পাদককের সঙ্গে যোগাযোগ করে সময় নেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তাইফুল ইসলাম।

তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, ‘বিএনপি জেনেবুঝেই ওই সময়ে দাওয়াতপত্র নিয়ে এসেছিলেন। গতকাল (সোমবার) সকাল থেকে আমাদের সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চলছিল। একই দিন জাতীয় সংসদের চলমান অধিবেশনের মুলতবি থাকায় কেউই কার্যালয়ে ছিলেন না। বিএনপি ওই দাওয়াতপত্র নিয়ে সস্তা জনপ্রিয়তার রাজনীতি করছে।’

এ সম্পর্কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সংবাদ সম্মেলন নিয়ে কিসের দাওয়াত? তারা সংবাদ সম্মেলন করবে, তা আমরা গণমাধ্যমে দেখতে পাবো। এখানে দাওয়াতের কী আছে? এটা রাজনৈতিক দলের সম্মেলন নয়, যে দাওয়াত দিতে হবে, যেতে হবে।’

এদিকে, দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘বিএনপির অভিযোগ চিরাচরিত রাজনৈতিক স্ট্যান্ড ছাড়া আর কিছুই নয়। সন্তানহারা মাকে যখন সমবেদনা জানাতে গিয়েছিলেন, তখন তারা আমার নেত্রীকে দরজা বন্ধ করে দিয়ে ঢুকতে দেয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। এটা তাদের সস্তা রাজনীতি।’

বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমাকে ফোন করা হলে তাদেরকে আমি প্রোপার ওয়েতে যোগাযোগ করতে বলি। আমি তাদের কোনও সময় দেইনি।’

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর তিনজন সদস্য বলেন, ‘বিএনপি নেতারা জেনেবুঝেই ওই সময়ে দাওয়াতপত্র নিয়ে এসেছিলেন। এখন তারা এটা নিয়ে সস্তা রাজনীতি করছেন।’

/পিএইচসি/এসএমএ/

আরও পডুন

কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?

আ.লীগের এমপিরা দুশ্চিন্তায়, তৃণমূলে উচ্ছ্বাস

সোমবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন