X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোটে ইভিএম ব্যবহারের পক্ষে প্রচারে নামবে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
১৪ মে ২০১৭, ২২:৫১আপডেট : ১৫ মে ২০১৭, ১৬:১৮

আওয়ামী লীগ রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় এসেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ইস্যু। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম ব্যবহার নিয়ে ক্ষমতাসীন  আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিএনপি ইতোমধ্যেই বিবাদে জড়িয়েছে। আওয়ামী লীগ ইভিএমের পক্ষে, বিএনপি এই পদ্ধতির বিপক্ষে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন দলটি ইভিএমকে বিতর্কমুক্ত নির্বাচনের একমাত্র উপায় বলে দাবি করলেও বিএনপির মতে এই পদ্ধতি ত্রুটিপূর্ণ। এদিকে আগামী নির্বাচন ইভিএমে হবে—এমন সিদ্ধান্ত অনেকখানি চূড়ান্ত করে রেখেছে সরকার। নির্বাচন কমিশন সচিবালয় ইভিএমে ভোট সম্পন্ন করার ব্যাপারে সক্ষমতা নিশ্চিত করতে পারলেই সরকার ইভিএম পদ্ধতিতে ভোটে যাবে। এরই অংশ হিসেবে এই পদ্ধতির সুফল নিয়ে প্রচার-প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারে দলটির নেতাদের বক্তব্যে ইভএমের পক্ষে যুক্তি তুলে ধরা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমকেও এই প্রচারণায় ব্যবহার করার পরিকল্পনা রয়েছে দলটির। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে কয়েকটি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও কয়েকটি কেন্দ্রে এর ব্যবহার করা হয়েছে। সেখানে সুফল এসেছে। দেখা গেছে, অনেক তাড়াতাড়ি ভোট গ্রহণ করা যায়, গণনাও তাড়াতাড়ি শেষ করা যায়। কারচুপির আশঙ্কা থাকে না। এসব বিবেচনায় নিয়ে আগামী নির্বাচন ইভিএমে সম্পন্ন করতে আগ্রহী হয়ে উঠেছে সরকার। এগুলো না জেনে, না বুঝে ইভিএম পদ্ধতি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি। তাই বিএনপির মিথ্যা প্রচারণার জবাব দিতে ইভিএমের ইতিবাচক দিক সম্পর্কে সরকার জনগণের কাছে তুলে ধরবে।  

দলীয় সূত্রে জানা গেছে, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে আওয়ামী লীগ ও সরকারের উচ্চ পর্যায় থেকে। জবাবে কমিশন জানিয়েছে, কিছুদিন সময় দিলে তারা পুরো সক্ষম হবে।   

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইভিএম পদ্ধতি অনুসরণ করে ভোট নেওয়া হলে, তাড়াতাড়ি ভোট নেওয়া যাবে, গণনাও তাড়াতাড়ি শেষ হবে। এছাড়া ভোটকেন্দ্রে লম্বা লাইন ধরে অপেক্ষাও শেষ হবে। এসব বিবেচনায় নিয়ে ইভিএমের পক্ষে আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘ম্যানুয়েলে ভোট হলে ভোঠ গণনা শেষ হতে অনেক সময় প্রয়োজন হয়। এতে ভোটকেন্দ্রে উত্তেজনা ও সহিংসতা সৃষ্টি হয়। যদি ইভিএমে ভোট গ্রহণ করা যায়, তাহলে ভোটকেন্দ্র ঘিরে উত্তেজনা-সহিংসতা থাকবে না।’

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা প্রযুক্তির পথে হাঁটব আর ম্যানুয়েলে থাকব, তা হয় না।’ তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে লম্বা লাইন ধরার ফলে অনেকের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়। অনেকেই আবার ভোট দেওয়া থেকে বিরত থাকেন লাইন ধরে ভোট দেওয়ার ভয়ে। ইভিএমে ভোট গ্রহণ হলে সময় বাঁচবে, কারচুপি হবে না। নির্বাচন বিতর্কমুক্ত হবে।’

এরআগে রাজধানীতে একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ইভিএমের পক্ষে।’ তিনি জানান, ‘আগামী নির্বাচন ইভিএম পদ্ধতি সম্পন্ন করতে নির্বাচন কমিশন তাদের পরামর্শ চাইলে এর পক্ষে মত দেব আমরা।’ ওই অনুষ্ঠানে তিনি  আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ ইভিএমের পক্ষে অভিমত জানাবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘নির্বাচন বিতর্কমুক্ত রাখতেই ইভিএমে আগ্রহী আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে পরিক্ষামূলকভাবে ইভিএম চালু করা হয়। সেখানে ভালো ফল এসেছে। দেখা গেছে সময় কম লাগে, ভোট গণনা দ্রুত সম্ভব হয, কারচুপিও করা সম্ভব হয় না। সারাবিশ্বে ভোট হয় ইভিএমে বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন। সর্বোপরি বিতর্কমুক্ত ভোট গ্রহণ সম্ভব ইভিএম পদ্ধতিতে।’ তিনি বলেন, ‘ইভিমের সুফল সম্পর্কে না জেনেই বিএনপি এ পদ্ধতির বিরুদ্ধে আতঙ্ক ছড়াচ্ছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ প্রযুক্তির মধ্যে ঢুকে গেছে। ১৩ কোটি মানুষ স্মার্ট ফোন ব্যবহার করেন, ৬ কোটি ইন্টারনেটের আওতায়। সেখানে জাতীয় নির্বাচনের মতো একটি উৎসবে মানুষ ম্যানুয়েল থাকবে কেন?’ তিনি বলেন, ‘ইভিএমে ভোট হলে কারচুপি সম্ভব নয়, লম্বা লাইন ধরে ভোট দেওয়ার সুযোগ নেই। ভোট গণনায়ও বিড়ম্বনা নেই।’  

/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ