X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জামায়াতের ইফতার নিয়ে লুকোচুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ০১:০০আপডেট : ১২ জুন ২০১৭, ০১:০০

জামায়াতে ইসলামী লুকোচুরি শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার আয়োজন নিয়ে। সোমবার (১২ জুন) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি হলে রাজনৈতিক নেতাদের সম্মানে এ বছরের ইফতার আয়োজন করার কথা ছিল জামায়াতের। কিন্তু বুধবার (৭ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে জানান, ‘অদৃশ্য শক্তির ইঙ্গিতে’ তার দলের ইফতার আয়োজন সম্ভব হচ্ছে না। তবে রবিবার (১১ জুন) সারাদিন ধরেই গুজব ছিল, জামায়াতের ইফতার হচ্ছে এবং সেই ইফতারে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও এ বিষয়ে বিএনপি-জামায়াতের কেউ-ই মুখ খুলতে রাজি হননি বাংলা ট্রিবিউনের কাছে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আগামী সোমবার (১২ জুন) বসুন্ধরা কনভেনশন সিটির একটি হলে অনুষ্ঠিতব্য একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। এজন্য নিরাপত্তা চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ-ই সাড়া দেননি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার (১২ জুন) ইফতার আয়োজন করছে জামায়াত। এক্ষেত্রে ব্যানারে কোনও পরিবর্তন আসতে পারে। এই ইফতারে অংশ নেবেন বলেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ইফতারের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এদিকে, গত ৭ জুন জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১২ জুন ইফতার মাহফিল করার জন্য একটি হল ভাড়া নিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অদৃশ্য শক্তির ইশারায় ভাড়া নেওয়ার পরও হল কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করেছে। ফলে আমাদের পক্ষে ইফতার মাহফিল করা সম্ভব হচ্ছে না।’ এ কারণে ইফতারে দাওয়াত দেওয়া রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীদের কাছে ক্ষমাও প্রার্থনা করেছিল জামায়াত। ইফতার বাতিলের খবর বিবৃতি দিয়ে জানালেও ইফতারের দিনক্ষণ ঠিক করার বিষয়টি এড়িয়ে যায় জামায়াত। সোমবারের (১২ জুন) ক্ষেত্রে এমনটি হতে পারে বলে ধারণা করছে একাধিক গোয়েন্দা সূত্র। যদিও জামায়াতের সোমবারের ইফতার শেষ পর্যন্ত হচ্ছে কিনা, তা নিয়ে রহস্যের কিনারা হয়নি রবিবার মধ্যরাতেও। একাধিক প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, সোমবার বেলা ১২টার মধ্যেই পরিস্কার হয়ে যাবে, জামায়াতের ইফতার হচ্ছে কিনা।

/এসটিএস/টিআর/আপ-এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী