X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের সৃষ্টিশীলতায় আ. লীগের পথচলা

পাভেল হায়দার চৌধুরী
২৩ জুন ২০১৭, ১০:৫১আপডেট : ২৩ জুন ২০১৭, ১১:১৭

আওয়ামী লীগ (ছবি: দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
আজ ২৩ জুন ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের ৬৮ বছর পূর্ণ হলো। দলটি এদেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। ১৯৪৯ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় দলটি। দলটির প্রবীণ এবং নবীন নেতাদের দৃষ্টিতে ঐতিহ্যবাহী এ সংগঠনের একাল-সেকাল তুলে ধরা হল।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক প্রায় ৬০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। মুক্তিযুদ্ধ করেছেন দেশের হয়ে। আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন। তার দৃষ্টিতে এখনকার আওয়ামী লীগ নেতারা ভোগের রাজনীতি করেন। তিনি বলেন, 'আমাদের সময়ের আওয়ামী লীগের রাজনীতি ছিল ত্যাগের। এখন রাজনীতি হলো ভোগের। আমাদের রাজনীতি ছিল ত্যাগের। ত্যাগের রাজনীতিই ছিল আমাদের ভোগ। আনন্দ-উৎসব। ত্যাগকেই ভোগ বলে বুঝতাম। প্রবীণ এই নেতা আরও বলেন, একটি শ্রেণি এখন আওয়ামী লীগ করেন পাওয়া-খাওয়ার জন্যেই। এদিক থেকে চিন্তা করলে এখন আওয়ামী লীগ পেছনের দিকে গিয়েছে, তাছাড়া সব ঠিকই আছে।'

ফারুক আরও বলেন, 'আগের আওয়ামী লীগের নেতাদের রাজনীতি ছিল মাইলের পর মাইল পায়ে হেঁটে জনসংযোগ করা। নির্বাচনের প্রচারণাও করা হত পায়ে হেঁটে। এখনকার নেতারা গাড়ি চড়ে রাজনীতি করেন। আগের আওয়ামী লীগের রাজনীতি ছিল নীতি-নৈতিকতার। এখনকার রাজনীতিতে এগুলোর অনুপস্থিতি রয়েছে।'

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী। প্রবীণ এ রাজনীতিকের দৃষ্টিতে আওয়ামী লীগের এখনকার নেতাদের রাজনীতি হল ভোগের। তবে দলটির রাজনীতি এখনও জনগণমুখী। তিনি বলেন, 'পরিবর্তনের ধারায় চলছে আওয়ামী লীগ। তবে তিনি আফসোস করে বলেন, আগের আওয়ামী লীগের রাজনীতি ছিল আদব-কায়দার, এখন এগুলো নাই বললেই চলে।'

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক অধ্যক্ষ খাইরল আনাম সেলিম বলেন, 'পরিবর্তন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। পুরনোকে আঁকড়ে থাকলে হবে না। তিনি বলেন, এখন বিবেচনায় নিতে হবে পরিবর্তনের কোন ধারাটি দলের জন্যে ক্ষতিকর, কোনটি উপকারি।' আওয়ামী লীগ (ছবি: সংগৃহীত)

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, 'আওয়ামী লীগ বয়সে ৬৮ হলেও কর্মকাণ্ডে এখনও তরুণ।  আওয়ামী লীগ মানে স্বাধীনতা, আওয়ামী লীগ মানে গণতন্ত্র, আওয়ামী লীগ মানে মায়ের ভাষা, আওয়ামী লীগ মানে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভাবনা।  আওয়ামী লীগ হল নতুনদের দল নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দল।'  

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নবীন রাজনীতিক দেলোয়ার হোসেন বলেন, 'আওয়ামী লীগের রাজনীতি হল জনগণের। এ দলটির ভবিষ্যত রাজনীতি হতে হবে মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়া। শিক্ষিত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা রাজনীতি করবো দলটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তিনি বলেন, আওয়ামী লীগ মানে আধুনিক রাজনীতির কলা কৌশল।'

দলটির উপ-দফতর সম্পাদক ও নবীন নেতা বিপ্লব বড়ুয়া বলেন, 'আওয়ামী লীগের রাজনীতি মানে আধুনিক মনস্কদের কাছে গর্বের বিষয়। এ ভূখণ্ডে আওয়ামী লীগ জনগণের জন্যে এত কিছু দিয়েছে আর কোনও রাজনীতিক দলের এ সুযোগ আসেনি। আওয়ামী লীগ এমন একটি সংগঠন কখনও পুরাতন হবে না। বঙ্গবন্ধু বার বার মানুষের কাছে ফিরে আসবে। আওয়ামী লীগও টিকে থাকবে। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে এ দলটি কখনও বিচ্যুত হয়নি। তাই জনগণের কাছে এ দলের আবেদন কমবে না।'

/টিএন/আপ-এফএস/

আরও পড়ুন- 

বাঙালি জাতির প্রতিটি অর্জনে ভূমিকা রেখেছে আ. লীগ: শেখ হাসিনা
আ. লীগের ৬৮ বছর: নির্ঝঞ্ঝাট ছিল না পথ চলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!