X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ফরহাদ মজহার উদ্ধার হওয়ায় বিএনপি নেতারা হতাশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৪:৪৩আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:৪৩

ড. হাছান মাহমুদ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের পর স্বল্প সময়ে উদ্ধার হওয়ায় বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাপ-ভাসানী আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বর্তমান সরকারের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদের ভাষ্য, ‘আমরা জানতে পেরেছি, ফরহাদ মজহার আদালতে বলেছেন— সরকারকে বেকায়দায় ফেলার জন্য কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। সুতরাং তার অপহরণের পেছনে বিএনপির কোনও নেতা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।’
আ.লীগের এই নেতা আরও বলেন, ‘ফরহাদ মজহার অপহরণ হওয়ার পর সরকারের নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সফল অভিযানের কারণে দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে বিএনপির নেতারা হতাশ হয়ে পড়েছেন। তারা আশা করেছিলেন, এটাকে ইস্যু বানিয়ে কয়েকদিন রাজনীতি করবেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। বিএনপিই প্রতিনিয়ত সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। সুতরাং তারাই সরকারকে বেকায়দায় ফেলার জন্য ফরহাদ মজহারকে অপহরণ করে থাকতে পারে।’
রাঙামাটি সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রসঙ্গে ড. হাছান মাহমুদের অভিযোগ, ‘তার যাওয়ার কথা ছিল রাঙামাটি সড়ক দিয়ে। পুলিশকে সেভাবেই জানিয়ে রাখা হয়েছিল। কিন্তু তিনি যাচ্ছিলেন কাপ্তাই সড়ক দিয়ে। এর কারণ কী? প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রীয় সফরে সুইডেনে ছিলেন। তবুও বিএনপি নেতারা তার সমালোচনা করেছে। কিন্তু এর কয়েকদিন পরেই ফখরুল সাহেব অস্ট্রেলিয়ায় গেলেন। তাহলে প্রশ্ন উঠতে পারে, কী বিদেশযাত্রার আগে ইস্যু তৈরি করতেই তিনি ভিন্নপথে রাঙামাটি যাচ্ছিলেন?’

আয়োজক সংগঠনের সভাপতি বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী মো. সারোয়ার হোসেন, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ