X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২০:১০আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:২৩

বিমানবন্দরের পথে গাড়িতে খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশে ইমেরিটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। 

শায়রুল কবির খান জানান, ফিরোজা ভবন থেকে সোয়া ছয়টায় রওনা হয়ে সন্ধ্যা সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বিমানবন্দর এলাকায় পৌঁছুলে অপেক্ষমাণ নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এসময় নেতাকর্মীদের স্লোগানে বিমানবন্দরের সামনের সড়ক মুখরিত হয়ে ওঠে। এদিকে, খালেদা জিয়ার বিদেশ গমণকে কেন্দ্র করে বিমানবন্দরের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা আরও জানান, ‘চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও  ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে রওনা হয়েছেন। লন্ডনে পৌঁছে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া। তার চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময়ও ঠিক করা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর। সর্বশেষ ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেসময় সেখানে বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের নিয়ে ঈদ উদযাপন করেছিলেন তিনি। যুক্তরাজ্যে ৬৭ দিনের ওই সফর শেষে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। এর আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া।

লন্ডনে বর্তমানে তারেক রহমান তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও রয়েছেন। খালেদা জিয়া লন্ডন সফরকালে মূলত পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান  বলেন, দুবাইয়ে দুই ঘণ্টার যাত্রাবিরতির পর রবিবার সকালে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া।

/এসটিএস/এসএমএ/টিএন/

আর পড়ুন

সন্ধ্যায় লন্ডনে রওনা হচ্ছেন খালেদা জিয়া

দুই মাসের জন্য লন্ডন সফরে আসছেন খালেদা জিয়া

খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে আ. লীগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা