X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সন্ধ্যায় লন্ডনে রওনা হচ্ছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ১৭:৩১আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৭:৫০

খালেদা জিয়া ব্যক্তিগত প্রয়োজন ও চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হবেন তিনি। এদিকে দলীয় প্রধানকে বিদায় জানাতে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দরে যাবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, ‘চিকিৎসার জন্য শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৭ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা তার সঙ্গে যাবেন।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসনের চিকিৎসার ওপর নির্ভর করছে তার দেশের ফেরার সময়। তবে বাংলা ট্রিবিউনের লন্ডন প্রতিনিধি একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, দু’মা‌সের ম‌তো সময় লন্ড‌নে থাক‌ার প‌রিকল্পনা আছে খালেদা জিয়ার। লন্ডনে তার ঈদ উল আজহা উদযাপনেরও পরিকল্পনা রয়েছে।

খালেদাকে বিদায় জানাবেন নেতারা শায়রুল কবির খান জানান, শনিবার সন্ধ্যায় ৬টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন খালেদা জিয়া। তাকে সেখানে বিদায় জানাতে যাবেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

জানা গেছে, বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে যাচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান খান দুদু, আহমেদ আযম খান, ডা. এ জেড জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, উপদেষ্টা আমান উল্লাহ আমান।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামাদলের দায়িত্বশীল নেতারা।

হাউজ অব লর্ডসে সেমিনারে অংশ নেবেন খসরু

খালেদা জিয়ার সফরসঙ্গী না হলেও ইতোমধ্যেই লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর। শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, তারা ১৭ ও ১৮ জুলাই লন্ডনের হাউজ অব লর্ডসে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সিনিয়র সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকারও দেশের বাইরে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

/এসটিএস/এসএমএ/

আরও পড়ুন
আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বেপরোয়া: খালেদা জিয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ