X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইসির রোডম্যাপ আ. লীগের চোখে সময়োপযোগী

পাভেল হায়দার চৌধুরী
১৭ জুলাই ২০১৭, ১৯:৫৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ০২:৫৩

 

ইসির রোডম্যাপ  আ. লীগের চোখে সময়োপযোগী নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপকে সময়োপযোগী বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা এজন্য ইসিকে সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে রোডম্যাপ প্রসঙ্গে বিএনপি নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বিস্ময়ও প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, বিএনপি নেতারা রোডম্যাপ না বুঝে, না পড়ে একটি প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন। রবিবার ইসি ঘোষিত নির্বাচনি রোডম্যাপ ও এই বিষয়ে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।

ইসি ঘোষিত নির্বাচনি রোডম্যাপ বিষয়ে বিএনপির নেতাদের প্রতিক্রিয়ায় জবাবে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, বিএনপি রোডম্যাপের রোড খুঁজে না পাওয়ার কারণ হলো, তারা যে ৯৩ দিন হরতাল, অবরোধ ও জ্বালাও-পোড়াও করেছেন, সেই ঘোর থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি। ভোটের রাজনীতিতে ফিরে এলেই রোড পেয়ে যাবে বিএনপি।  

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসি ঘোষিত রোডম্যাপ সময়োপযোগী ও বাস্তবসম্মত। বিএনপির প্রতিক্রিয়ায় হতাশ হয়েছি।’

জানতে চাইলে আওয়াম লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহও এই রোডম্যাপকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেন। 

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে সময়োপযোগী উল্লেখ করে দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইসি সময় নিয়ে একটি কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। এজন্য তাদের সাধুবাদ জানানো উচিত।’ তিনি বলেন, ‘যদি কোনও ভুলত্রুটি থাকে, তা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার ভেতর দিয়ে তা সংশোধনের উপায় রয়েছে।’ রোডম্যাপ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার সমালোচনা করে ফারুক খান বলেন,  ‘তারা নাকি ম্যাপ পেয়েছেন, রোড পাননি!  ম্যাপ যেহেতু পেয়েছেন, রোডও তাদের পেতে হবে। নির্বাচনে অংশ নিয়ে তাদের সেই রোড দেখতে হবে। কেবল ভোটের রাজনীতিই তাদের রোডম্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আমি মনে করি, নির্বাচন কমিশন প্রশংসনীয় একটি কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে।’ সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মধ্য দিয়ে তাদের রোডম্যাপ বাস্তবায়ন করা হবে বলেও তিনি মন্তব্য করেন।  

আরও পড়ুন : নির্বাচনি রোডম্যাপ নিয়ে অতি উৎসাহী না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী