X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২৩:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২৩:৪০

হেফাজতে ইসলাম দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে বন্যায় দুর্ভোগের শিকার অসহায় মানুষের পাশে সবাইকে যার যার অবস্থান থেকে সাধ্যমতো ত্রাণ সহযোগিতা নিয়ে দাঁড়ানোর আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (১৭ আগস্ট) হেফাজত আমির শাহ আহমদ শফী ও মহাসচিব হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী যৌথ বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, ‘মাত্র চার মাসের মাথায় চলতি বর্ষা মৌসুমে কয়েক দফার বন্যায় গ্রাম-বাংলার কোটি কোটি কৃষক, মজদুর, গরিব মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমন ভয়াবহ দুর্যোগময় পরিস্থিতিতে ধর্ম-বর্ণ ও দলমতের ঊর্ধ্বে গিয়ে দেশের প্রতিটি সমর্থ ও সক্ষম মানুষকে বন্যাদুর্গত এলাকায় অসহায় দুঃস্থদের পাশে জরুরিভিত্তিতে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। অন্যাথায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।’
যৌথ বিবৃতিতে আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী আরও বলেন, ‘দুর্গত অসহায় মানবতার পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়ানোর জন্য আমাদের পবিত্র মহান ধর্ম ইসলামে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যাদুর্গত অসহায় মানবতার পাশে সহযোগিতা নিয়ে স্বচ্ছল জনসাধারণকে দাঁড়ানো মুসলমানদের জন্য ঈমানি দায়িত্বও বটে। আসন্ন পবিত্র কুরবানির মৌসুমে দেশে মারাত্মক পশু সংকট দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বন্যাদুর্গত অঞ্চলে সরকারি তরফ থেকেও যেমন সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে যেতে হবে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সংগ্রহ করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এখানে গড়িমসি করার ও অন্যের ওপর দায় চাপানোর কোনও সুযোগ নেই, রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়িরও সুযোগ নেই। দুঃখজনক হলেও বলতে হচ্ছে, এরই মধ্যে রাজনৈতিক কাঁদাছোঁড়াছুড়ি শুরু হয়ে গেছে। দুর্গত মানুষদের কার্যকর সহযোগিতার পরিবর্তে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা চরম অমানবিকতা। রাজনৈতিক দলগুলো মানবিকতাবোধের পরীক্ষায় বার বার ব্যর্থ হলে সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না।’ সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলানায় মোটেই যথেষ্ট নয় বলে অভিযোগ করে তারা।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ