X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২০১৪ সালের বিএনপি আর আজকের বিএনপি এক নয়: জয়নুল আবেদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১৩:২০আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৩:২৮

জয়নুল আবেদীন ফারুক, ফাইল ছবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ‘আপনারা জোয়ার দেখেছেন, ভাটা দেখেননি। ভাটা খুব কাছে। ২০১৪ সালের বিএনপি আর আজকের বিএনপি এক নয়, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে দেখুন।’

শুক্রবার (৩ নভেম্বর)  জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ মানববন্ধনের আয়োজন করে। 

তিনি বলেন, ‘বিএনপি নেত্রী মানবতার দিক বিবেচনায় রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়েছিলেন। আপনারা তাতে পেট্রোল বোমা হামলা করেছেন। যাওয়ার সময় বাধা দিয়েছেন। অথচ মামলা দিয়েছেন ছাত্রদলের ২৯ নেতাকর্মীর নামে।’

যুদ্ধের সময় জিয়াউর রহমানকে চিনতেন না-সম্প্রতি তোফায়েল আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ার জবাবে ফারুক বলেন, ‘আপনি নিজেকে বঙ্গবন্ধুর কাছের বলে মনে করেন।  নিজেকে ‘৬৯-এর গণঅভ্যুত্থানের নেতা মনে করেন। আপনাকে জানাতে চাই-২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে যখন মন্ত্রী হতে পারেননি, তখন সংসদে দেখা হতো, কী কথা বলেছেন, তা সময় মতো আমরাও প্রকাশ করবো।’

তিনি আরও বলেন, ‘আপনার দল তো বয়রার দল, অন্ধদের দল। আপনার দল যেমন আপনারাও তেমন। আপনি কানেও শোনেন না, চোখেও দেখেন না। আপনি বলেছেন, জিয়াকে চেনেন না, কখনও দেখেনওনি।’

বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, বিএনপি নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখতেই হয়রানিমূলক মামলা দিয়ে তার বিচার করা হচ্ছে। কিন্তু ৫ জানুয়ারির মতো এক তরফা নির্বাচন আর হতে দেওয়া হবে না। সমঝোতার দরকার নেই। অংশগ্রহণমূলক নির্বাচন দিন।

জাগাপার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস প্রমুখ।

 

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন