X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে দেখা হলো কাদের-ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২০:১১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:৪০

সৈয়দপুর বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রবিবার বিকালে রংপুরে দলীয় কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তাদের দেখা হয়।

সৈয়দপুর বিমানবন্দরে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল দুই নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময়ের কথা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানও বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রংপুরে হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমাবেদনা জানাতে বড় দুই দলের দুই শীর্ষ নেতার কর্মসূচি ছিল। রবিবার সকালে রংপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যান ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। একই ফ্লাইটে সৈয়দপুরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলেরও। কিন্তু ওই ফ্লাইটে মির্জা ফখরুল যেতে পারেননি, পরের ফ্লাইটে বিএনপি নেতা সৈয়দপুরে যান। তবে ঢাকায় মুখোমুখি দেখা না হলেও সৈয়দপুরে ঠিকই দেখা হলো, কথা হলো এ দুই নেতার।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল জানান, রংপুরে দলীয় কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একইসময়ে মির্জা ফখরুল তার দলের নেতাদের নিয়ে অপেক্ষা করছিলেন সৈয়দপুর বিমানবন্দরের অতিথি কক্ষে। পাশের কক্ষে ফখরুলের উপস্থিতি জেনে তার সঙ্গে দেখা করতে যান ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে আপনার (ফখরুল) জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো, কথা বলা যেত।’

তখন মির্জা ফখরুল বলেন, ‘আমি সকালের ফ্লাইটেই আসতাম। কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হলো। আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে ফ্লাইট পেছাতে হয়েছে।’

এরপর ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ–আলোচনার পথ খোলা রাখাই ভালো।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন কথার জবাবে ফখরুল বলেন, ‘স্যরি, স্যরি। আমি মুগ্ধ আপনার ব্যবহারে। আপনি ভদ্রতার পরিচয় দিয়েছেন।’
পরে এই দুই নেতা আলাদা আলাদা ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন। 

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই