X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২১:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২১:২০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের সঙ্গে এরশাদ সরকারের তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৯০ সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখনও সময় আছে। আসুন, আলোচনা করুন। আলোচনা ও সমঝোতার কথা বলা ছাড়া গণতন্ত্রকে সফল করা যায় না।’
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে  আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ’৯০ সালে যে ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার এরশাদও এত খারাপ ছিলেন না। অন্তত তার সৌজন্যবোধ ছিল। ওই সন্ধ্যায় তার লোকজন তাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনি (বর্তমান প্রধানমন্ত্রী) এই কয়েক বছরের মধ্যে কত জন মেরেছেন, কত মায়ের বুক খালি করেছেন, কত জন স্ত্রীর বুক খালি করেছেন, হিসাব করলে খুঁজে পাবেন না। কারাগারে-কারাগারে রুদ্ধ আমাদের নেতাকর্মীরা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এখনও সময় আছে।  আসুন, কথা বলুন। আলোচনা করুন। আলোচনা ও সমঝোতার কথা বলা ছাড়া গণতন্ত্রকে সফল করা যায় না। আমরা একটি পথ বের করতে পারবো কিনা। পারবো নিশ্চয়ই। পথ বের করে সত্যিকার অর্থে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য  নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলেই সংকটের সমাধান হয়ে যাবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ও এরশাদের জাতীয় পার্টির মধ্যে খুব একটা পার্থক্য নেই। স্বাধীনতার পরে  আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষ এদেরকে একটি ফ্যাসিবাদী দল হিসেবে চিহ্নিত করেছে। জনগণের সঙ্গে তাদের বিচ্ছিন্নতা এতই বেড়েছিল যে, যে আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেছে, সেই আওয়ামী লীগকে প্রথমে বিশেষ ক্ষমতা আইন পরবর্তীতে জরুরি অবস্থা এবং এরপর একদলীয় শাসন কায়েম করতে হয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করেছে, দুর্ভাগ্য সেই স্বৈরাচারের পতন হয়নি। এরশাদ  এখনও টিকে আছেন। তার দোসর আওয়ামী লীগকে  টিকে থাকতে সহেযাগিতা করছে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘নেত্রী ও তারেক রহমানের দিকে তাকিয়ে, দেশের অগণিত সাধারণ মানুষের কথা ভেবে, অবিলম্বে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের জন্য কাজ করুন। সরকারকে বাধ্য করুন যে, নির্বাচন দিতে হবে।মানুষ নির্বাচন চায়। যে নির্বাচন হবে তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ কমিশনের অধীনে।এখানে অন্য কোনও হাংকি-পাংকি করে লাভ হবে না।এই দেশের মানুষ মেনে নেবে না, গ্রহণ করবে না, নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘আমাদের সবারই এক কথা। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা জনগণের মতামত প্রকাশের যে অধিকার, তা চাই।এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক আপনারা না।সেই জায়গা থেকে আপনারা আমাদের বঞ্চিত করছেন।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জেনে গেছেন, আপনাদের পায়ের নিচে মাটি নেই। জনগণের সমর্থন নেই। ভোট যদি হয়, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘সত্য কথা বললে আপনারা নারাজ হন।  বিরাগ হয়ে যান। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত আপনারা পাকিস্তানের সঙ্গে এক থাকার জন্য কাজ করেছেন। ফেডারেশন, কামাল হোসেন সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, পাকিস্তান থেকে ইয়াহিয়া খান এসেছিল, ভুট্টো এসেছিল, গভর্নর এসেছিল। দিনের পর দিন বেঠক করেছিলেন। আলোচনা করেছিলেন। শেরাটন হোটেল তখনকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে।ইতিহাস কারা বিকৃত করছে। ইতিহাস আপনারা বিকৃত করছেন। এখনও আমাদের মনে আছে, ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানের সেনা বাহিনীর হানাদাররা ঝাঁপিয়ে পড়লো। নির্বিচারে হত্যা শুরু করলো। তার পরের দিন আপনারা হরতাল ডাকলেন। আমরা বয়স্ক মানুষ। আমাদের চোখের সামনেই এসব হয়েছে। সেগুলোকে আপনারা বেমালুম চেপে গেছেন। গায়েব করে দিয়েছেন।এখন মানুষের অধিকার গায়েব করেছেন। মানুষের ভোটাধিকার গায়েব করেছেন।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

আরও পড়ুন: ২১ আগস্টের ষড়যন্ত্র ১১ স্থানে

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা