X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ছবি তোলা শেষ, এবার চলে যান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৬

কারাগারের ফটকে ছাত্রদলের নারীনেত্রীরা ‘আপনারা যে এসেছেন, সাংবাদিকরা তো ছবি তুলেছে। আপনাদের ছবি তোলা শেষ, এবার চলে যান।’  কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ফটকে গেলে ছাত্রদলের নারীনেত্রীদের উদ্দেশ করে পুলিশের একজন সদস্য এ কথা বলেন।

ছাত্রদলের নারীনেত্রীরা মঙ্গলবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবস্থানের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়— কারাগারে প্রবেশে তাদের অনুমতি নেই। তারপরও ছাত্রদলের নারীনেত্রীরা কারা ফটকের তারকাঁটার বেষ্টনী ছাড়েননি। অনুমতির জন্য বারবার পুলিশকে অনুরোধ করেন তারা।

পুলিশ সদস্যের মন্তব্যের জবাবে ছাত্রদলের সহ-সভাপতি মুনিয়া আক্তার রিতা বলেন, ‘আমরা ছবি তুলতে আসিনি। আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আমাদেরকে দেখা করার ব্যবস্থা করে দেন। আমরা আমাদের মাকে (খালেদা জিয়া) দেখার জন্য এসেছি। আপনাদেরও মা আছে। আমাদের ওপর জুলুম করবেন না। আমাদের সঙ্গে উনার সাক্ষাতের ব্যবস্থা করে দিন।’

কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা অনুমতি নিয়ে আসেন। আমাদের কিছু করার নেই।’ এসময় তাদেরকে কারা অধিদফতরের মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) অফিস থেকে অনুমতি নিতে বলা হয়। পরে কারাগারে প্রবেশের জন্য অনুমতি নিতে একটি আবেদনপত্রসহ জেলগেট থেকে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) অফিসে যান ছাত্রদলের মহিলা নেত্রী ও কর্মীরা।

কারাগারের ফটকে ছাত্রদলের নারীনেত্রীরা নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত পুলিশের একটি সূত্র বলছে, খালেদা জিয়ার সঙ্গে এ যাবত যারা দেখা করতে এসেছেন— তাদের মধ্যে শুধু সিনিয়র আইনজীবী ছাড়া আর কাউকেই দেখা করতে দেওয়া হয়নি। আগতরাও জানেন তাদেরকে দেখা করতে দেওয়া হবে না। এ অবস্থায় যারা খালেদাকে দেখতে আসেন তারা শুধু মিডিয়ায় প্রচার আর ছবি তোলার জন্যই আসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিনুর নার্গিস, শওকত আরা ঊর্মি, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার কেয়া, শাহিনুর সাগর ও নাদিয়া পাঠান পাপন, ছাত্রীবিষয়ক সম্পাদক তাহমিদা মজিদ উষা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার ও ঢাকা মহানগর মহিলা দলের সম্পাদিকা হামিদা বেগম।

 

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন