X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশি বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, উত্তরের সভাপতি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৩:৫৬আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৬:১৬

প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশি বাধা পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তবে কর্মসূচি চলাকালে সাদা পোশাকে পুলিশ হাজির হলে উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচি থেকে আটক ছাত্রদল মহানগর উত্তরের সভাপতিকে নিয়ে যাওয়া হচ্ছে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অব্স্থান কর্মসূচি শুরু করে ছাত্রদল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নাল আবেদীন ফারুক, আমির খসরু মাহমুদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীরা যোগ দেন।
বিএনপি মহাসচিব বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই সাদা পোশাকে পুলিশ সমাবেশের ভেতর ঢুকে পড়ে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন।
কর্মসূচি থেকে আটক করা হয় ছাত্রদল মহানগর উত্তরের সভাপতিসহ তিন জনকে এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করেন। এতে কয়েকটি টেলিভিশন চ্যানেলের মাইক ভেঙে যায়। এ সময় বিএনপিকর্মীরা মহাসচিবকে ঘিরে ফেলেন। পরে তাকে গাড়িতে উঠিয়ে প্রেসক্লাব ত্যাগ করেন। পুলিশ এ সময় ছাত্রদল ঢাকা উত্তর মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান রাজসহ তিনজনকে আটক করে।
ঘটনাস্থল ত্যাগ করার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এর বিচার চাই।’
বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এরকম কর্মসূচিতেও আমাদের সঙ্গে কী আচরণ করা হলো আপনারা তা দেখেছেন। শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে এমন না করলেও হতো। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

/এসও/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী