X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জার্মান গবেষণা প্রতিষ্ঠানের সমীক্ষায় বিএনপির বক্তব্যের প্রতিফলন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৪:১৪আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:৫১

 

বিএনপির সংবাদ সম্মেলন জার্মান গবেষণা প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’-এর সমীক্ষায় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে তথ্য উঠে এসেছে তা বিএনপির এতদিনের বক্তব্যের প্রতিফলন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জার্মান গবেষণা প্রতিষ্ঠান “বেরটেলসম্যান স্টিফটুং” এর এক সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীনে। নিচের দিক থেকে ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি, যেখান থেকে গণতন্ত্র বিদায় নিয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। এ কারণে বাংলাদেশের নাগরিক হিসেবে, আমরা যারা যুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন করেছিলাম, তারা অত্যন্ত লজ্জাবোধ করছি। একইসঙ্গে এর নিন্দা জানাচ্ছি।’

শনিবার (২৪ মার্চ) দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। এর আগে বিএনপি নেতাদের সঙ্গে দলটির অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সরকার স্বৈরতান্ত্রিক হয়ে দেশেকে এ অবস্থানে নিয়ে এসেছে। আমরা (বিএনপি) এতদিন বলে আসছি- দেশে গণতন্ত্র নেই। সেটা আজ বিশ্বে স্বীকৃত হয়েছে এবং এর প্রতিফলন হয়েছে গবেষণা প্রতিষ্ঠানের বক্তব্যের মাধ্যমে।’      

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সভা থেকে দেশেজুড়ে সফর করার জন্য ৩৭টি টিম নির্ধারণ করা হয়েছে। তারা ৭৮টি সাংগঠনিক জেলায় সফর করবেন। এসব সফরে রাজনৈতিক বিষয় ও সামনের দিনে বিএনপির করণীয় নির্ধারণ করা হবে।’  

খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এজন্য তাকে “মাদার অব ডেমোক্রেসি” উপাধি দিয়েছি। তাকে কারাবন্দি করায় সভা থেকে তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃত সব নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত আগামী ২৯ মার্চের জনভার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘একই সঙ্গে দলের স্থায়ী কমিটির নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধরী, আব্দুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী প্রমুখ।  

আরও খবর: গণতান্ত্রিক পরিবেশের মানদণ্ডে রাশিয়ার কাতারে বাংলাদেশ 



 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী