X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায় আ. লীগও

এমরান হোসাইন শেখ
৩০ মার্চ ২০১৮, ২১:১৩আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১০:৫৭

খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘উন্নত চিকিৎসার জন্য’ বিদেশ পাঠানোর আলোচনা আওয়ামী লীগের মধ্যেও রয়েছে। চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চাইলে ক্ষমতাসীন দলটির কোনও আপত্তি থাকবে না। বরং প্রয়োজনীয় সহযোগিতা তারা করবে। ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন— খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো দল ও সরকার উভয়ের জন্য স্বস্তির হবে। এ কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি’র সঙ্গে সঙ্গে তা লুফে নিয়েছে সরকারি দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন—উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশ পাঠানোসহ সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

শুক্রবার (৩০ মার্চ) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তার উন্নত চিকিৎসার কথা বলেন। এক্ষেত্রে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দেওয়ার ওপর জোর দেন তিনি।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে ‘চিকিৎসার জন্য’ বিদেশে পাঠানোর একটি চিন্তা সরকারের মধ্যে আগেই ছিল। পারিপার্শ্বিক পরিস্থিতিতে সরকারি দল মনে করে, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো তাদের জন্য নিরাপদ হবে। এটা সম্ভব হলে খালেদা জিয়া জেলে রয়েছেন বলে বিএনপি জোরালোভাবে আর দাবি তুলতে পারবে না। এছাড়া, তাকে বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার দাবিও বিএনপির  জন্য দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি বিএনপির তরফ থেকে রাজপথে আন্দোলনের চাপও কমে আসবে। সরকারও ভার মুক্ত হবে। জনগণের দৃষ্টিও ভিন্ন খাতে প্রবাহিত হবে।

সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে, খালেদা জিয়া বিদেশ যেতে চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ওবায়দুল কাদেরের বক্তব্য এরই ইঙ্গিত বহন করে বলে সরকারি শিবিরের অভিমত।

এদিকে দলীয় চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বিএনপি মহাসচিবের দাবিকে সরকারের তরফে নেওয়া উদ্যোগেরই ফসল বলে মনে করা হচ্ছে। জানা গেছে, প্যারোলে মুক্তি নিয়ে সপ্তাহ তিনেক আগে নাজিম উদ্দিন রোডের কারাগারে থাকা খালেদা জিয়ার কাছে একটি প্রস্তাব পাঠানো হয়। বিএনপি ঘরানার একজন বুদ্ধিজীবী ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের একজন প্রভাবশালী নেতার মাধ্যমে পাঠানো প্রস্তাবে ওই সময় খালেদা জিয়ার পক্ষ থেকে ইতিবাচক  কোনও সাড়া আসেনি বলে জানা গেছে। তবে অতি সম্প্রতি খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সামনে আসা এবং শুক্রবার বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন ডেকে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবি,বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের এই প্রস্তাবকে বিদেশ যেতে খালেদা জিয়ার পক্ষ থেকে সবুজ সংকেত বলে মনে করছে আওয়ামী লীগ।

প্রসঙ্গত, শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন,‘অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। অবিলম্বে খালেদা জিয়ার প্রাপ্য জামিন দিয়ে তাকে মুক্তি দেওয়া। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
খালেদা জিয়া যে চিকিৎসাগুলো নিয়েছেন তার সবই বিদেশে উল্লেখ করে ফখরুল তার (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা করারও দাবি জানান।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল তার বক্তব্য কিছুটা ঘুরিয়ে বলেন,‘আমি পরিষ্কারভাবেই বলেছি, তাকে মুক্তি দিতে হবে। চিকিৎসার ব্যবস্থা তিনি (খালেদা জিয়া) ভেবে দেখবেন। দেশেও করতে পারেন, দেশের বাইরেও করতে পারেন।’
মির্জা ফখরুলের বক্তব্যের পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সত্য হলে, তার (অসুস্থতার) মাত্রা বুঝে তার চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী সব ব্যবস্থাই সরকার নেবে। সুচিকিৎসা যদি দেশে হয় তাহলে দেশে, আর বিদেশে নেওয়ার দরকার হলে তাই হবে। চিকিৎসকরা যদি বোর্ড বসিয়ে বলেন যে, বিদেশে পাঠাতে হবে, তাহলে পাঠাবো। সেই পরামর্শ দিলে অবশ্যই পাঠানো হবে।’

সরকার খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চায় এমন একটি আলোচনা বিভিন্ন মহলে রয়েছে। এরই মধ্যে বিএনপি মহাসচিব খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে দাবি তুলেছেন, বিষয়টি সমাঝোতা কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের এটিতে গুজব বলে উড়িয়ে দেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া একটি রাজনৈতিক দলের নেতা। তার স্বাস্থ্যের কোনও ধরনের অবনতি হোক, বা তার স্বাস্থ্য সেবায় অবহেলা হোক, তা আমরা চাই না। উনার যদি বিদেশে চিকিৎসা করার মতো শারীরিক অবস্থার অবনতি হয়, অবশ্যই সরকার সেই বিষয়টি সদয় বিবেচনার মধ্যে রাখবে।’

সরকার নিজে থেকে তাকে বিদেশ পাঠাতে চায়—এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দলের এই নেতা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করে আদালতের ওপর। দেখি আদালত কী বলে। আপনারা হয়তো একটা ভুল বুঝতেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই- এটা আমাদের কোনও ব্যাপারই না। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যাপার হলে সেই অনুযায়ী আদালতে কাগজপত্র দাখিল করবে। সেই অনুযায়ী আদালত যেভাবে আদেশ দেবে, জেল কর্তৃপক্ষ সেভাবে পদক্ষেপ নেবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ