X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সরকার চায় না খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হোক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৬:৪০

মতবিনিময় সভায় কথা বলছেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা নিতে সুযোগ না দেওয়ায় তিনি ‘অধিকার বঞ্চিত’ হচ্ছেন বলে দাবি করেছে বিএনপি। দলটির অভিযোগ, ‘সরকার চায় না তার (খালেদা জিয়ার) সঠিক চিকিৎসা হোক।’

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একপর্যায়ে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার যে ন্যূনতম প্রাপ্য অধিকারগুলো, তা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তার যখন ডিভিশন প্রাপ্তির কথা ছিল, প্রথম কয়েকদিন তাও দেওয়া হয়নি। তাকে পরিত্যক্ত নির্জন একটি কারাগারে আটক রাখা হয়েছে। একটি সভ্য দেশে এমন কোনও নজির খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তার ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা সেবা নিতে যে আচরণটি করা হচ্ছে, তাতে এটা পরিষ্কার যে—সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসা করতে দিতে চায় না। এর একটি মাত্র কারণ তারা তাকে ভয় পায়। কারণ, তিনিই একমাত্র গণতন্ত্র রক্ষা এবং এই দুঃশাসনকে পরাজিত করতে পারেন।’

আরও পড়ুন: আওয়ামী লীগ সত্যিই কি দেশ চালাচ্ছে, প্রশ্ন ফখরুলের

বিএনপি নেতাদের ব্যাংক লেনদেনের তদন্তে নামায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল প্রতিষ্ঠানটির ‘দ্বৈতনীতি’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দুদকের একমাত্র কাজ হচ্ছে বিরোধী দলের মামলাগুলো দাঁড় করানো এবং তদন্তের নামে তাদের রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করা। গত ১০ বছরে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা  সম্পদের যে পাহাড় গড়ে তুলেছেন, কয়জনের বিরুদ্ধে তদন্ত করেছে দুদক? যারা আদালতে সাজা পেয়েছেন, তাদের সাজা আপনারা (দুদক) দিতে পারেননি। তারা এখনও বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

দুই জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে বিএনপির বৃহত্তর ঐক্যের প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘এখনও সময় আসেনি। রাজনীতির প্রত্যেকটি জায়গার একটা সময় আছে। আমরা কথা বলছি, কথা চলছে। সবাইকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে একটা জায়গায় আসতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অংশ। ইতিহাস যদি দেখেন, সবসময় নির্বাচনকে আন্দোলনের হাতিয়ার হিসেবে নেওয়া হয়েছিল। এজন্য স্থানীয় সরকার নির্বাচনগুলোকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। এর মাধ্যমে আমরা জনগণের কাছে যেতে পারছি, আমাদের কথা তুলে ধরতে পারছি।’

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ হবে—এ প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবসময় প্রত্যাশা করি একটি ভালো নির্বাচন হওয়া উচিত। কিন্তু কখনও সেটি হয় না। যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে তাদের কোনও ক্ষমতাই নেই। তারা ঠুটো জগন্নাথ। তাদের যে নির্দেশ করে তারা তা-ই করে।’

গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক আচরণ করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হচ্ছে। আইনের লোকেরা হুকুম দেয় এটা করতে হবে, ওটা করতে হবে। আমার সন্দেহ হয় একটি রাজনৈতিক দল হিসেবে কি আওয়ামী লীগ দেশ চালাচ্ছে? তাহলে কে চালাচ্ছে? আমাদের তো মনে হয়ও কোনও রাজনৈতিক দল দেশ চালাচ্ছে না। অন্য কেউ দেশ চালাচ্ছে। কারণ, একটি রাজনৈতিক দল এভাবে গণতন্ত্র ধ্বংস করতে পারে না, যার জন্য আমরা আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি।’

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্যাতনের মাত্রা যত বৃদ্ধি পাবে গণতান্ত্রিক শক্তিগুলো ততবেশি ঐক্যবদ্ধ হবে। খালেদা জিয়ার মুক্তি ও জনগণের মুক্তি একই সূত্রে গাঁথা। জনগণ যদি ভোট দিতে পারেন তাহলে নৌকা খুঁজে পাওয়া যাবে না।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা। অবরুদ্ধ মানবাধিকার, যা ভূলুণ্ঠিত হয়েছে, সেটিকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে একবিন্দুও আমরা পিছপা হবো না। হয় সফলতা, না হয় মৃত্যু। এর বাইরে আর কোনও রাস্তা নেই।’

 

/এসটিএস//এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী