X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আন্দোলন কর্মসূচির ধরন পাল্টাবে বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৯ মে ২০১৮, ১৫:১৪



বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম অালমগীর বিএনপি আগামীতে তাদের আন্দোলন কর্মসূচির ধরন পাল্টাবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলছেন, এই স্বৈরাচার সরকার আদালতের মাধ্যমে খালেদা জিয়ার জামিন নিয়ে সময়ক্ষেপণ করছে। তাই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলন আগামীতে আর সীমাবদ্ধ থাকবে না, আন্দোলন কর্মসূচির ধরন পরিবর্তন করা হবে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি নেতারা এসব কথা বলেন।

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে বিএনপি। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কারণ, খালেদা জিয়ার মুক্তি নিয়ে আদালতের মাধ্যমে সরকার সময়ক্ষেপণ করছে। তাই এ সরকারের আমলে আইনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। আর এ জন্য আমরা যে ধরনের আন্দোলন করছি, আগামীতে বিএনপি এ ধরনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না।’

মোশাররফ বলেন, ‘আগামীতে যে ধরনের কর্মসূচিতে স্বৈরাচার সরকারের পতন হয়, সেই ধরনের কর্মসূচি নিয়ে জনগণের দল হিসেবে বিএনপি মাঠে থাকবে। সামনের দিনে আন্দোলন কর্মসূচির ধরন পরিবর্তন হবে। তাই সবাই সামনের দিনে কঠোর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন।’

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছেন, দীর্ঘ ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজকে কারারুদ্ধ করে রেখেছে। যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারাই আজকে আবার দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখেছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশের মানুষের সব অধিকার হরণ করে নিয়েছে সরকার। সেই জন্য সবাইকে জেগে উঠতে হবে। নতুন করে শপথ নিতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে। সেই আন্দোলনে অবশ্যই সবাইকে সম্পৃক্ত করতে হবে।’

খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না। অবশ্যই তাকে মুক্তি দিতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদলীয় নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। সেই জন্যই বলছি, সবার আগে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারকে পদত্যাগ ও নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তারপর এ দেশে নির্বাচন হবে।’

বর্তমান নির্বাচন কমিশনকে বাতিলের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ লোকদের দিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। এ নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছে।’

জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আজকে বিকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হচ্ছে।  একদলীয় শাসন এটা, এক ব্যক্তির শাসনে পরিণত করেছে। দেশের মানুষের কোনও অধিকার নেই।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ‘আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। তার মুক্তি ছাড়া কোনও নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না।’

সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ করা ছাড়া আন্দোলনের জন্য রাস্তায় নেমে কোনও লাভ হবে না বলে মনে করেন মওদুদ আহমদ। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি হলে দেশে গণআন্দোলন হবে। আর গণআন্দোলনের মুখে এ সরকারকে বাধ্য করা হবে সহায়ক সরকারের দাবি মানেতে। সহায়ক সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার, অন্য কোনও সরকার নয়। সহায়ক সরকার বলে সংবিধানে কিছু নেই। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা ছিল। এ সরকার জোর করে তা বাতিল করেছে। তাই আন্দোলনের মুখে এই সরকার আগামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে সরকার।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

 

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ