X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলার পরিণতি ভালো হবে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৮, ১৪:৪৮আপডেট : ১০ জুন ২০১৮, ১৬:২২

 

রিজভী খালেদা জিয়ার পছন্দমত ইউনাইটেড হাসপাতালে তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। সরকার তার চিকিৎসা নিয়ে অবহেলা করলে তার পরিণতি ভালো হবে না বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে অবিলম্বে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানাচ্ছি। তিনি গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে ভর্তি না করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পিজি হাসপাতালে নেওয়ার কথা বলেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা যেসব পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন সেগুলো পিজি হাসপাতালে করানো সম্ভব নয়।’

রবিবার (১০ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পছন্দমতো হাসপাতালে চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার মৌলিক অধিকার দাবি করে রিজভী বলেন, ‘এক-এগারো পরবর্তী সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পছন্দমতো রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তাহলে খালেদা জিয়া কেন তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না? তাকে কেন পিজিতে চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে? তাহলে কী শেখ হাসিনার জন্য আইন একরকম আর অন্যদের জন্য আইন আলাদা?’

এই বিএনপি নেতা আরও বলেন, ‘খালেদা জিয়ার বড় ধরনের কোনও ক্ষতি হলে তার দায়িত্ব সরকারকেই নিতে হবে। তার কারামুক্তি ও চিকিৎসা নিয়ে যে নির্মমতা দেখানো হচ্ছে তাতে ক্ষমতাসীনদের রাজনীতির ময়দান নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না। যদি ঈদের আগে বিএনপির চেয়ারপারসনকে মুক্তি ও চিকিৎসা দেওয়া না হয় তবে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে জনগণ জীবন উৎসর্গ করে রাস্তায় নামবে। তখন সরকারের পরিণতি ভালো হবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে ৫-৬ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন। অথচ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারা কর্তৃপক্ষ বিষয়টি জানেন না। সরকার বিএনপি চেয়ারপারসনের প্রতি কতটা অমানবিক তা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ফুটে উঠেছে।’

রিজভী বলেন, ‘দিল্লির আয়নায় বিশ্বকে দেখতে গিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ প্রতিবেশীর পদতলে ঠেলে দিয়ে সরকার নিজেকে নির্ভার মনে করলেও কোনও লাভ হবে না। জনগণের স্বার্থ যারা বিকিয়ে দেয় তাদের পরিণতি হয় ভয়াবহ।’

/এএইচআর/আইএ/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী