X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে একক প্রার্থীর পক্ষে কাজ করবে ২০ দলীয় জোট: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ২০:৩৮আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:৪২

২০ দলীয় জোটের বৈঠক

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাজশাহী, সিলেট, বরিশালে সিটি নির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থীর পক্ষে কাজ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আজকের বৈঠকে জোটের নেতারা একক প্রার্থীর পক্ষে সম্মলিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। তিন সিটিতে ২০ দলীয় জোটের একজন করে প্রার্থী থাকবে এবং সেই মেয়র প্রার্থী জন্য সবাই একযোগে কাজ করবে।

বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেটে জামায়াতের প্রার্থীকে ২০ দলীয় জোট সমর্থন দেবে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এখনও প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যায়নি। আমরা একজন প্রার্থীর জন্য কাজ করবো। সিলেটে জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবো কিনা সেটা চূড়ান্ত হলে পরে জানতে পারবেন। তবে সিলেটে বিএনপি যে প্রার্থী দিয়েছে ২০ দলীয় জোট তাকে সমর্থন করেছে।

জামায়াত যদি প্রার্থিতা প্রত্যাহার না করে সেক্ষেত্রে বিএনপির প্রার্থী কি নির্বাচনে লড়বেন এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি ৩ সিটিতে ২০ দলীয় জোট একক প্রার্থীর পক্ষে কাজ করবে। এখানে আলাদা কোনও প্রার্থী থাকবে না।

নজরুল ইসলাম খান আরও বলেন, এটা নিয়ে জামায়াতের সঙ্গে কোনও টানাপোড়েন কাজ করবে না। জামায়াত নেতারা ২০ দলীয় জোটের একক প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে আজকের বৈঠকে সম্মত হয়েছেন।

তিনি বলেন, আজকের বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ় অবস্থানের সঙ্গে তারা একমত হয়েছেন। খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার সুচিকিৎসার দাবিও জানান তারা। এছাড়াও তার জামিন নিয়ে সরকার ছলচাতুরি করছে  অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোট।

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি  দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোট এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

নজরুল ইসলাম খান বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের তামাশা ও আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেফতার ও গুম করার প্রতিবাদ জানিয়েছেন বৈঠকে উপস্থিত জোটের নেতারা। আন্দোলন চলাকালে  গ্রেফতারকৃতদের মুক্তি ও তাদের ন্যায্য দাবি মেনে  নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। একইসঙ্গে আমরা জোটের পক্ষ থেকে প্রেসক্লাবে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানাই।

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপির কোনও বৈঠক হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব কনসার্ন আছেন, এটা তারা নিজেরাই জানিয়েছেন।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ