X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কয়লা দুর্নীতি নিয়ে দুদকের তদন্ত আইওয়াশ: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৮, ১৩:০২আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৫:২৫

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বড়পুকুরিয়ায় কয়লা দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত আইওয়াশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বড়পুকুরিয়া কয়লা খনিতে এত বিশাল পরিমাণ কয়লা লুটপাটের পর দুদক তদন্ত শুরু করেছে। যেন রোগী মরিবার পর ডাক্তার আসিলেন। আসলে দুদক সরকারের দুর্নীতি ধোয়ার মেশিন। আর বিরোধী দলের জন্য দুদক টর্চারিং মেশিন। দুদকের এই তদন্ত আইওয়াশ মাত্র।’

শুক্রবার (২৭ জুলাই) বেলা ১২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে মহা দুর্নীতি, সুপার দুর্নীতি, মেগা দুর্নীতিরই জয়জয়কার চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান এবং প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরীক্ষা ও সরকারি চাকরিতে সরকারের পৃষ্ঠপোষকতায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতি মহাধুমধামেই চলছে। তথ্যমন্ত্রী তথ্য দিয়েছেন পিয়নের চাকরি নিতে গেলেই নাকি ১০ লাখ টাকা লাগে। এই ১০ লাখ টাকার ভাগ কে কে পায় সেটিও তথ্যমন্ত্রী জানালে ভালো করতেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘‘কয়েক বছর ধরে লোপাট হয়েছে লাখ লাখ টন কয়লা, অথচ খনি কর্তৃপক্ষের টনক নড়েনি। কারণ, খনি কর্তৃপক্ষই ‘শুঁড়ির সাক্ষী মাতাল’। কয়লা লোপাট হওয়া বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীন থাকাটা রহস্যজনক।’’

আওয়ামী শাসনামলে বিপুল পরিমাণ কয়লা চুরিতে কেউ বিস্মিত নয় বলে তিরস্কার করে রিজভী বলেন, ‘কারণ, মেগা চুরির ঘটনা কেবলমাত্র এই সরকারের আমলেই ঘটে। স্বয়ং অর্থমন্ত্রী নিজেই বলেছেন- এখন পুকুর চুরি নয়, সাগর চুরি হয়। দুর্নীতির তদন্তে নাম আসা একজন কর্মকর্তাকে বিদেশ যেতে ৪২ দিনের ছুটি দেওয়া হয়েছে। ফলে কয়লা লোপাটের মহাদুর্নীতির দায় সরকার বা সরকার প্রধান এড়িয়ে যেতে পারে না।’

বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার উৎসব চলছে দাবি করে বিএনপির সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘মাদকবিরোধী অভিযানের নামে এ পর্যন্ত বন্দুকযুদ্ধে প্রায় আড়াইশ ব্যক্তিকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। সরকারের বাহিনীগুলো গর্বের সঙ্গে মাদকবিরোধী অভিযানের কথা বলছে জোরেশোরে। অথচ মাদকের গডফাদাররা অধরাই থেকে যাচ্ছে। মাদক সম্রাট বদিরা এখনও বহাল তবিয়তে রয়েছে।’

মাদক ব্যবসার সঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত বলেও অভিযোগ করে রিজভী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো ক্ষমতাসীনদের অনুগ্রহভাজন হয়ে তাদের অন্যায্য-অন্যায় নির্দেশ পালন করছে। এই কারণে তারা এত রক্ত ঝরিয়েও মাদকের বিস্তার রোধ করতে পারেনি।’

/এএইচআর/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী