X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আওয়ামী লীগ অফিসে গুলি করলে কি তাদের চুমু খাবে?’

বাংলা ট্রিবউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৪:০৪আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৪:০৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ফাইল ছবি/ফোকাস বাংলা)

আওয়ামী লীগ অফিসে হামলার প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'রাস্তায় দাঁড়িয়ে কেউ আওয়ামী লীগ অফিসের দিকে গুলি করতে করতে আসলে তাদেরকে বল প্রয়োগ না করে চুমু খাবে নাকি?'

রবিবার (৫ আগস্ট) সকালে বনানীতে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'একটি রাজনৈতিক মহলের আচরণের জন্য দেশের মানুষ আজকে ক্ষুব্ধ-বিরক্ত। আমরা জনগণকে এই অশুভ শক্তিকে প্রতিরোধ করার জন্য আহ্বান জানচ্ছি।'

তিনি বলেন, 'শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা ঘরে ফিরে যেতে আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে অনেকে ঘোষণা দিয়েছে চলে যাবে।'

সেতুমন্ত্রী বলেন, 'সব দাবি মেনে নেওয়ার পর দেশে বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার জন্য নোংরা রাজনীতির জন্য কারা আজকে পাঁয়তারা করছে?  আমরা দেশের জনগণের কাছে আহ্বান জানাবো এই অশুভ শক্তি যতদিন এই দেশের রাজনীতিতে থাকবে ততদিন অশান্তি করবে। এই অশান্তির হোতা বিএনপি এবং তাদের দোসররা। এই অশান্তির রাজনৈতিক শক্তিকে যে কোনও মূল্যে প্রতিরোধ করতে হবে।'

ওবায়দুল কাদের আরও বলেন, 'এই আন্দোলনকে ঘিরে ছাত্রছাত্রীদের সামনে দিয়ে পেছনে বয়স্ক অনেকে যাদের বয়স ৩৫-৪০ বছর তারা স্কুল কলেজের ড্রেস বানিয়ে নেমেছিল। বিএনপি এবং উগ্র সাম্প্রদায়িক শক্তিরা ছাত্রছাত্রীদের পোশাক পরে ফেইক আইডি কার্ড বানিয়ে ধোঁকাবাজির  নোংরা রাজনীতি করেছে। বিধ্বংসী রাজনীতির সূচনা তারা করেছে। আওয়ামী লীগ অফিসে মেয়েদের নাকি আটকে রেখেছে, সাংবাদিক বন্ধুরা আপনারা আওয়ামী লীগ অফিসে সারাদিন ছিলেন। কোথায় কে আটকে ছিল ? একটি মেয়ে কাঁদতে কাঁদতে মুখ ঢেকে আহাজারি করছে। আমি আওয়ামী লীগ অফিসে ধর্ষিত হচ্ছি, আওয়ামী লীগ অফিসে আমাকে রেপ করা হচ্ছে আমাকে বাঁচান,আমাকে রক্ষা করুন...। এই নোংরা রাজনীতি বিএনপি করতে পারে। তাদের দোসররা করতে পারে। এটা কালকে স্পষ্ট হয়ে গেছে। গভীর রাতে সেই মেয়েটি উত্তরায় ধরা পড়েছে। অনেক ঘটনাই ফাঁস হয়ে যাবে, সবার ছবি আছে। সবার কার্যক্রম আমরা নীরবে লক্ষ করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থা কোনও প্রকার বল প্রয়োগে যায়নি।

ওবায়দুল কাদের বলেন, 'আজকে ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে যে অরাজনৈতিক আন্দোলন সেই আন্দোলন কারা নোংরা রাজনীতির দিকে নিয়ে যেতে চায়, সেটা গত তিন দিনে পরিষ্কার হয়ে গেছে। গতকাল (শনিবার) তো দিবালোকের মত পরিষ্কার হয়ে গেছে যে এরা কারা। বিএনপি এবং তাদের উগ্র সাম্প্রদায়িক শক্তির দোসররা কিভাবে এই নিরীহ কোমলমতি আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে এই আন্দোলনকে নোংরা রাজনীতির খেলায় পরিণত করতে যে তৎপর রয়েছে এটা দেশবাসী লক্ষ করেছে। বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপে তা পরিষ্কার হয়ে গেছে।'

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী