X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনের প্রতিবাদ জামায়াতের, প্রতিবেদকের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২০:০৫আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:২৩

জামায়াতে ইসলামী অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম রবিবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে গত ২৪ ও ২৫ আগস্ট জামায়াতের বায়তুল মাল নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত প্রতিবেদন দুটির সমালোচনা করেছেন।

বিবৃতিতে তাসনীম আলম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পর্কে বাংলা ট্রিবিউনে গত ২৪  ও ২৫ আগস্ট দুই কিস্তিতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক। আমি এর প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, প্রতিবেদন দুটিতে যেসব কথা লেখা হয়েছে তা সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব কল্পনাপ্রসূত।’

বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাসিক ও এককালীন দেওয়া অর্থেই পরিচালিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আয়-ব্যয় কত তা সংগঠনের নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। বায়তুলমাল সেক্রেটারি ও সংগঠনের ঊর্ধ্বতন নেতারা ছাড়া অন্য কারো তা জানার প্রশ্নই আসে না। সুতরাং বাংলা ট্রিবিউনের প্রতিবেদনটি যে অনুমাননির্ভর ও কল্পনাপ্রসূত তা বলাই বাহুল্য।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নির্বাচন কমিশন অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করার আগপর্যন্ত আমরা আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব দাখিল করেছি। আগামীতে যদি আবার আমরা জামায়াতের নিবন্ধন ফিরে পাই তাহলে আবার প্রতিবছর নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেবো।’ জামায়াতের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা সুবিদিত বলেও দাবি করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সব রাজনৈতিক দলেই কিছু নেতাকর্মী সার্বক্ষণিকভাবে থাকে এবং জামায়াতেও তা আছে। এ নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক।’

আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি ড. রেজাউল করিম ও ঢাকা মহানগরী দক্ষিণের একজন নেতার নাম উল্লেখ না করে আকারে-ইঙ্গিতে তাদের সম্পর্কে যেসব কুৎসাপূর্ণ কথা বলা হয়েছে তা ভিত্তিহীন। সংগঠনের নেতাকর্মী ও জনগণ তাদের সম্পর্কে জানে। কাজেই ভিত্তিহীন কাল্পনিক তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

প্রতিবেদকের বক্তব্য: উল্লেখিত প্রতিবেদন দুটি জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে তৈরি করা। আয়ের খাত ও ব্যয়ের একটি অন্যতম খাত নিয়ে প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে দলটির গঠনতন্ত্র ও দায়িত্বশীল নেতাদের বক্তব্য নিয়েই।এতেই প্রমাণিত হয় বাংলা ট্রিবিউনের প্রতিবেদন উদ্দেশ্যেপ্রণোদিত নয়।

প্রতিবাদে বলা হয়েছে, আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদন দুটির কোথাও তা করা হয়নি; বরং বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের থেকে পাওয়া তথ্য দিয়ে ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলো বর্ণনা করা হয়েছে। এছাড়া বায়তুল মালের একটি বড় অংশ ফুলটাইমারদের পেছনে ব্যয় হয়, এ বিষয়ে প্রতিবেদেন তথ্যউপাত্ত রয়েছে।

এছাড়া রেজাউল করিম ও নাম উল্লেখ না করা এক নেতার বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা সংগঠনে সুবিদিত। অভ্যন্তরীণ তথ্য দলের দায়িত্বশীলদের মাধ্যমেই জানতে পেরেছে বাংলা ট্রিবিউন।

আরও পড়ুন...

জামায়াতের বায়তুল মাল: শেষ পর্ব
যে কারণে ‘ফুলটাইমাররা’ বায়তুল মালের টাকার ওপর নির্ভরশীল

জামায়াতের বায়তুল মাল: প্রথম পর্ব
বেশিরভাগই ব্যয় হয় ‘ফুলটাইমার’দের ভরণপোষণে




 

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা