X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

হাত ঘুরিয়ে ভাত খাওয়ার ফন্দি এঁটেছে বিএনপি: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৩

মতবিনিময় সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ‘আন্দোলনে বিএনপির শক্তি নাই বলেই এখন তারা হাত ঘুরিয়ে ভাত খেতে চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিএনপি বারবার আন্দোলন করেছে, বারবার ব্যর্থ হয়েছে। কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চেয়েছে, পারেনি। শিশুদের সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চেয়েও ব্যর্থ হয়েছে। সর্বশেষ ড. কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা ঐক্যের ঘাড়ে উঠে আন্দোলনের পাঁয়তারা করছে।’
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যে বিএনপিকে যুক্ত করা প্রসঙ্গে মেনন বলেন, ‘জাতীয় ঐক্য নামধারীরা স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে থাকবে বলে জাহির করলেও তারা বিএনপির সঙ্গে ঐক্য করছেন। আর বিএনপির সঙ্গে ঐক্য করা মানেই স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য গড়া। কারণ বিএনপি হচ্ছে, স্বাধীনতাবিরোধী জামায়াতের মুদ্রার অন্যপিঠ। বিএনপি কখনই জামায়াত ছাড়া চলবে না। কাজেই বিএনপির সঙ্গে ঐক্য মানেই জামায়াতকে মেনে নেওয়া। কাজেই জাতীয় ঐক্য নামধারীরাও পক্ষান্তরে জামায়াতকেই মেনে নিচ্ছে।’
অনুষ্ঠানে মেনন সরকারের গত ১০ বছরের উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, পাকিস্তান এক সময় আমাদের এই বাংলাদেশকে ভিখারির দেশ বলে গালি দিতো। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আজ সেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন স্বাবলম্বী হয়েছে যে খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা টকশোতে এসে ‘পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থানে আসতে পারবে কিনা’ তার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় শাজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ হাওলাদার হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!