X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ১৪:১০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:৪০

বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আরও পেছানোর দাবি জানাতে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাবেন তারা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ঐক্যফ্রন্টের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন পেছানোর দাবি নিয়ে ড. কামালের নেতৃত্বে আগামীকাল দুপুর ১২টায় ইসিতে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৬ তারিখ প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কথা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়।’

সরকারের আহ্বানে নির্বাচন কমিশন ভোটের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের নেতা আবদুর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ৭ দিন পেছানো অন্যায় হয়েছে। এটা সরকারের আহ্বানে তারা করেছে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশ সম্পূর্ণ অনিয়মে চলছে। আমরা সেটা নিয়মে আনতে চাই। নির্বাচন কমিশন ঠিকমতো চলছে না। তারা যে নির্বাচন ৭ দিন পিছিয়েছে, সেটা অন্যায়। এটা তো সরকারের আহ্বান। বদরুদ্দোজা চৌধুরীর আহ্বান। আমরা তো এক মাস চেয়েছি। দেশের মানুষ এক মাস পেছানোর কথা বলেছেন।’

প্রত্যেকটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা হতো বলে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু এই নির্বাচন কমিশন সেটা করেনি। সেজন্য আমার সন্দেহ হয় প্রধান নির্বাচন কমিশনার ভালোভাবে নির্বাচন করতে পারবেন কিনা। এই সন্দেহ এখনও মানুষের মধ্যে আছে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘অনেকের ধারণা, সরকার ভোট নিয়ে যাবে। আমার ধারণা, সরকার ভোটে টিকতেই পারবে না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুলতান মোহাম্মদ মনসুর, আবদুল মালেক রতনসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ