X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাক্ষাৎকার ছাড়াই মনোনয়ন দেবেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৪:২৬আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৫:১৪

ইমানুয়েল সেন্টার ছেড়ে চলে যান এরশাদ, রওশন এরশাদ ও জিএম কাদেরসহ নেতারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ডেকে সাক্ষাৎকার নিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নির্ধারিত স্থান গুলশানের ইমানুয়েল সেন্টার ছেড়ে চলে যান এরশাদ, রওশন এরশাদ ও জিএম কাদেরসহ বাকিরা।

মনোনয়ন প্রত্যাশী ২৮৬৫ জনের ফরম যাচাই-বাছাই করে মঙ্গলবার সাক্ষাৎকার নিতে ৭৮০ জনকে ডাকা হয়েছিল। কিন্তু মাঝপথে এসে সিদ্ধান্ত বদল করেন এরশাদ। তিনি নেতাকর্মীদের তার ওপর ভরসা রাখতে বলেন।

এরশাদ বলেন, ‘দেশ, পার্টি ও নেতাকর্মীদের স্বার্থ বিবেচনা করে ভোট ও জোট গঠনের সিদ্ধান্ত নেবো। এর আগে প্রেসিডিয়াম সভায় আমাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে। ২৮৬৫ জন মনোনয়ন প্রত্যাশীর ফরম যাচাই-বাছাই করে ৭৮০ জনকে ডাকা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত নেতা হচ্ছেন এরশাদ। আমাকে প্রায় ৭ বছর কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়া বলেছিলেন কারাগারে আমার মৃত্যু হবে। কিন্তু এখন আপনি কোথায়?’

এরশাদ জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ৩০০ আসনে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন এবং তাদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান এরশাদ।

ইমানুয়েল থেকে বেরিয়ে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারম্যান স্যার বলেছেন এত প্রার্থীর সাক্ষাৎকার একদিনে নেওয়া সম্ভব হবে না। তিনি নেতাকর্মীদের সম্মতি নিয়ে প্রার্থী চূড়ান্ত করবেন একাই। তিনি যাকে ভালো মনে করেন তাকে মনোনয়ন দেবেন। আমরা সবাই তার প্রতি একমত পোষণ করেছি।’

এর আগে মঙ্গলবার সকাল ১১টার পর গুলশানের ইমানুয়েল সেন্টারে আগ্রহীদের সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার বোর্ডে ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশীদসহ অনেকে।

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!