X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় সংলাপ থেকে নাগরিক সমাজের পরামর্শ নেবে ঐক্যফ্রন্ট

আদিত্য রিমন
১৬ জানুয়ারি ২০১৯, ২৩:১৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:১৭

জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে নাগরিক সমাজের সঙ্গে জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বামদলগুলোসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। সংলাপে আগামী দিনের রাজনৈতিক সমাধান আনার লক্ষ্যে নাগরিক সমাজ থেকে আসা পরামর্শ অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করবে ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকের আহ্বান করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠক থেকে সংলাপের তারিখ এবং স্থানের ঘোষণা দেওয়া হবে। বৈঠকে ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্টিয়ারিং কমিটির সদস্য আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না প্রমুখের উপস্থিত থাকার করা রয়েছে।

ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির  বৈঠক ডাকা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘২৮ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এজন্য আমরা ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবে হলও বুকিং দিয়েছি। তবে প্রেসক্লাব কৃর্তপক্ষ আমাদের এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।’

ড. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘জাতীয় সংলাপে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তাদের কাছ থেকে সংলাপের মাধ্যমে আগামী দিনের রাজনীতি নিয়ে মতামত নেওয়া হবে।’

ঐক্যফ্রন্টের সূত্রে জানা গেছে, আগামীকালের (বৃহস্পতিবার) বৈঠক থেকে জাতীয় সংলাপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রার্থীরা নির্বাচনি ট্রাইব্যুনালে কবে মামলা করবেন সেই বিষয়েও সিদ্ধান্ত হবে। এছাড়া নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের এলাকার পরবর্তী সফরসূচিও চূড়ান্ত করা হবে।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারমধ্যে জাতীয় সংলাপের তারিখ এবং স্থানও চূড়ান্ত করা হবে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সদস্য বলেন, ‘ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত ছাড়া অন্যসব রাজনৈতিক দল একাদশ নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে তা বাতিলের দাবি জানিয়েছে। এখন সংলাপ থেকে আসা পরামর্শ অনুযায়ী পরবর্তী সব দল মিলে একসঙ্গে যুগপৎ কর্মসূচি দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। সেইলক্ষ্যে বাম দলগুলোর সঙ্গে যোগাযোগও করা হয়েছে।’

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী