X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের শারীরিক জটিলতা দ্রুত কেটে যাচ্ছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গোলাম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের  বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় জাতীয় যুবসংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘বৃহস্পতিবার থেকে একটি নতুন চিকিৎসা শুরু হচ্ছে তার। আশা করি, হুসেইন মুহম্মদ এরশাদ অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

তিনি  বলেন, ‘আগামী দিনে জাতীয় পার্টির সামনে সুবর্ণ সুযোগ। সামনে জাতীয় পার্টির আরও শক্তিশালী হবার সময়। তাই এই মুহূর্তে দেশ, জাতি ও জাতীয় পার্টির স্বার্থেই হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা জরুরি।’

একটি গুজবের কথা উল্লেখ করে কাদের বলেন, ‘দেশের মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়েছে, তারা জানতে চায় হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার খবর।’

যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। তিনি ইসলামের জন্য যে সেবা করেছেন, তা আর কোনও রাষ্ট্র প্রধানই করতে পারেননি। এছাড়া, সাধারণ মানুষ এবং হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান ইতিহাস হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত আরোগ্য লাভ করবেন।’

জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

এসময় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন— জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহামম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম শফিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা  ইসহাক ভূইয়া, নির্মল দাশ, সুলতান মাহমুদ, হেলাল উদ্দিন, বেলাল হোসেন, নিগার সুলতানা রানী, অ্যাডভোকেট লাকী আক্তার প্রমুখ।

বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম

বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদেরন সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুরুল ইসলাম। মঙ্গলবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে— হুসেইন মুহম্মদ এরশাদ যতদিন প্রধান বিরোধী দলের নেতা থাকবেন এবং তিনি অভিপ্রায় পোষণ করবেন, ততদিন মঞ্জুল ইসলামের নিয়োগ কার্যকর থাকবে।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ