X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদ হাঁটাহাঁটি করছেন: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:১২

এইচ এম  এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক উন্নতি ঘটছে বলে জানিয়েছেন তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, তার ভাই বুধবার (২৩ জানুয়ারি) হাসপাতালে হাঁটাহাঁটি করেছেন। জিএম কাদের আশা প্রকাশ করেন, এরশাদ দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আবারও ভূমিকা রাখবেন। স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী আফিসে কেন্দ্রীয় যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়ের উদ্যোগে পল্লীবন্ধুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হুসেইন মুহম্মদ এরশাদ তার কর্ম দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদের আকাশচুম্বী জনপ্রিয়তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। কোনও নেতার অসুস্থতায় কোটি মানুষের কান্নার রোল— এটা শুধু এরশাদের বেলায় প্রমাণিত।’

গোলাম মোহাম্মদ কাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘শুধু দেশে নয়, সারা বিশ্বেই হুসেইন মুহম্মদ একজন জনপ্রিয় নেতা। তাই সৌদি আরবের বাদশা বারবার কাবা শরিফ এবং রাসুল (স.) এর রওজা মোবারকে ঢকুতে দিয়েছিলেন।’

এসময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, উপদেষ্টা নাজমা আখতার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, হেনা খান, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ শফি, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোনয়নে পার্লামেন্টারি বোর্ড গঠিত

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী যাচাই-বাছাই করার জন্য ৮ সদস্যের পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই কমিটিকে অনুমোদন দিয়েছেন পার্টি চেয়ারম্যান।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি-কে বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করা হয়েছে। পার্লামেন্টারি বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল হাসান চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি।

বৃহস্পতিবার কাকরাইলে এরশাদের সুস্থতা কামনায় মিলাদ

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকাল তিনটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি এই দোয়া মাহফিলের আয়োজন করেছে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ