X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবি ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৯, ১৪:১৯আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৪:২৩

অপরাজেয় বাংলার সামনে ছাত্রদলের সমাবেশ

ডাকসু নির্বাচনের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত ছিলেন, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত  লড়াই ও সংগ্রাম অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনতফসিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে এই মিছিল শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদল নেতা ও ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘১১ মার্চ কোনও ধরনের নির্বাচন হয়নি। সেদিন কেন্দ্রে কেন্দ্রে ছাত্রলীগের সন্ত্রাসের রাজত্ব হয়েছে। ছাত্রলীগ নেতাদের রুমে রুমে ব্যালট পেপারে সিল মারা হয়। নির্বাচনের দিন রাতে প্রশাসন এবং সরকারের উচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া ফলাফল প্রকাশ করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। পরিস্থিতি বিবেচনা করে ছাত্রদল এই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচনের ফলাফল কোনোভাবেই ছাত্রদল গ্রহণ করতে পারে না।’

তিনি আরও  বলেন, ‘আমরা এই কালো নির্বাচন বাতিলসহ ঢাবি প্রশাসনের যারা এই নির্বাচন আয়োজন করেছে, তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করছি। নির্বাচন কমিশন আবারও পুনর্গঠনের দাবি জানাচ্ছি। ডাকসু নির্বাচনের সঙ্গে যেসব কর্মকর্তা জড়িত রয়েছেন, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা লড়াই ও সংগ্রাম অব্যাহত রাখবো।’

সংক্ষিপ্ত এই সমাবেশে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি আকরামুল হাসান, ঢাবি ছাত্রদলের সভাপতি আল  মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডাকসুর জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান প্রমুখ।

ছবি: সাজ্জাদ হোসেন

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি