X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না: বি চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৬:৪৫আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৭:৫৭

বক্তব্য রাখছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বি চৌধুরী

 

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশে বিরোধী দল রয়েছে। বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। পরিপূর্ণ গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার। তি‌নি ব‌লেন, ‘বি‌রোধী দলকে রাজনী‌তি করার সু‌যোগ দিন। না হ‌লে দে‌শে গণতন্ত্র থাক‌বে না।’

বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বাংলাদেশ শরিয়াহ আন্দোলন’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বি চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনে আমরা দেখেছি সব দলের অংশগ্রহণ ছিল। তবে এর ফলাফল নিয়ে নানা প্রশ্ন ছিল। উপজেলা নির্বাচন কি অংশগ্রহণমূলক হয়েছে? সব দল কি সেখানে আছ? সব দল না থাকলে কি অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়? এসব প্রশ্ন সরকারের আত্মজিজ্ঞাসার প্রশ্ন। সরকারকে এ নিয়ে ভাবতে হবে। কেন আজকে উপজেলা নির্বাচন অংশগ্রহণমূলক হলো না। উপজেলা নির্বাচনে প্রতিযোগিতা ছিল, কিন্তু তা একটি দলের মধ্যে। তাহলে এটা কি একদলীয় নির্বাচন হয়ে গেলো না?’

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। কেন কম, আমরা যারা রাজনীতি করি—তারা তো এ প্রশ্নগুলো নিয়ে উদাসীন থাকতে পারি না। আমাদের দেখতে হবে, সরকারকে খুঁজে বের করতে হবে। ভোটাররা যদি নির্বাচনবিমুখ হয়ে যান তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গণতন্ত্র যাতে হুমকির মুখে না পড়ে সেজন্য বিরোধী দলকে রাজনীতি করতে হবে। বিরোধী দলের রাজনীতি নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব শুধু বিরোধী দলের নয়, সরকারেরও।’

সংগঠনের আমির হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী ও বিএলডিপি’র চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ শরিয়াহ আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী মাসউদুর রহমান প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ