X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জি এম কাদের যে কারণে আউট, ইন হচ্ছেন কে?

সালমান তারেক শাকিল
২৩ মার্চ ২০১৯, ২২:২৮আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:৪৪

এরশাদ ও জিএম কাদের (ফাইল ছবি)

দলের কো-চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার পরদিনই গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নিজের ছোট ভাইয়ের পরিবর্তে সংসদীয় উপনেতা হিসেবে স্ত্রী রওশন এরশাদকে মনোনীত করেছেন তিনি। তবে খালি রয়েছে কো-চেয়ারম্যান পদটি। আর এ পদে কে আসবেন, এ নিয়ে এখন জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

হঠাৎ জিএম কাদের বিষয়ে দলের চেয়ারম্যানের এমন কঠোর অবস্থানে যাওয়া নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা নানা ধরনের আলোচনা করছেন। এই আলোচনায় উঠে আসছে দুই ধরনের মত।

জাতীয় পার্টির নেতাদের কারও কারও ভাষ্য, জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার পেছনে ‘ভিন্ন’ কোনও শক্তি প্রভাবিত করেছে এরশাদকে। আবারও কোনও কোনও নেতার দাবি, উপনেতা নির্বাচিত হওয়ার পর জিএম কাদের নিজ দলের এমপিদের সঙ্গে আলোচনা করেননি। তাদেরকে নির্দেশনা দেওয়া থেকেও বিরত থেকেছেন তিনি। এ ছাড়া, মহিলা এমপি নির্বাচন নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

রওশনপন্থী হিসেবে পরিচিত জাতীয় পার্টির প্রেসিডিয়ামের একজন সদস্য বলছেন, ‘যদি মহিলা এমপি নিয়োগের বিষয়ে কোনও ঝামেলা তৈরি হয়ে থাকে, তাহলে মহাসচিব মশিউর রহমান রাঙ্গার পদটিও চলে যেতে পারে। এক্ষেত্রে  জিএম কাদেরকে প্রথমেই সরানো হয়েছে।’

শুক্রবার (২২ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সাংগঠনিক নির্দেশে এরশাদও বলেন, ‘জিএম কাদের পার্টি পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বর্তমানে পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। পার্টির সিনিয়র নেতারাও তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়ামের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, উপনেতা নির্বাচিত হওয়ার পর জিএম কাদের দলের এমপিদের সঙ্গে সমন্বয় করেননি। সংসদে আলোচনা করার ক্ষেত্রে তিনি এমপিদের সঙ্গে কোনও সমন্বয় করেননি। এসব অভিযোগ এরশাদের কানে গেলে তিনি জিএম কাদেরকে সরানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জিএম কাদের অবশ্য বাংলা ট্রিবিউনকে বলেছেন ভিন্ন কথা। তিনি মনে করেন, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনও প্রেসার কাজ করেছে।

জিএম কাদের বলেন, ‘কারণ তো কিছুই নাই। আমি তো কাজ করে যাচ্ছি। পরশুও স্যার আদর করলেন, দল থাকবে। এখন কে প্রেসার দিলো, আমাকে বাদ দিলেন।’

নিজ দলের এমপিদের সঙ্গে সমন্বয় না করে সংসদে আলোচনা সংক্রান্ত অভিযোগের বিষয়ে জিএম কাদেরের জবাব, ‘তিন-চার জন আছেন, যারা হয়তো এটা নিয়ে সমালোচনা করে থাকতে পারেন। আমার তো পার্লামেন্টে অফিস আছে। সেখানে তো আমি থাকতাম। নিয়ম হচ্ছে, কারও প্রয়োজন হলে আসবে। কিন্তু অনেকে তো লবিতে বসে থাকে, আমি তো সেখানে যাই না। আমার তো কিছু কাজ থাকে, অফিসিয়াল কিছু ডিউটি থাকে।’

প্রেসিডিয়ামের এক সদস্যের অভিযোগ, ‘মহিলা এমপি মনোনীত করার পেছনে জিএম কাদের ও মশিউর রহমান রাঙ্গার ভূমিকা ছিল। এর পেছনে আর্থিক লেনদেনের প্রশ্ন রয়েছে।’ তবে বিষয়টিকে আবার ‘ইন্টারনাল’ আখ্যায়িত করে এই সদস্য নিজের নাম প্রকাশ করতে বারণ করেছেন।

এ বিষয়ে জিএম কাদের বলেন, ‘মহিলা এমপিদের তো আমি মনোনীত করিনি; স্যার করেছেন। আমরা তো একটি কমিটি করেছিলাম। সেখানে আলোচনা ছিল, পার্টির জন্য ফান্ড করা যেতে পারে। পরে আমি মানা করেছি; বলেছি, এটা করলে প্রপার ওয়েতে করতে হবে। সরকারের রুলের মধ্যে যেটা আছে, সেটাই করতে হবে। আমি পরিষ্কারভাবেই বলেছিলাম। ৫-৬ জনকে দিয়ে কমিটি ছিল। আমি নিজে তো কিছু করিনি। এরশাদ সাহেব নির্বাচন করেছেন।’

জাপার একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার সকালে প্রায় সাড়ে তিন ঘণ্টা বারিধারার প্রেসিডেন্ট পার্কে অবস্থান করেও এরশাদের সাক্ষাৎ পাননি জিএম কাদের। এসময় জিএম কাদেরের সঙ্গে মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তারা দু’জনেই এরশাদের সঙ্গে দেখা করতে পারেননি।

শনিবার বিকালে এরশাদ এক সাংগঠনিক নির্দেশে রওশন এরশাদকে উপনেতা হিসেবে মনোনীত করেন। তবে কো-চেয়ারম্যান পদটি খালি রয়েছে। আর এ পদে সাবেক সেনাকর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী দায়িত্ব পেতে পারেন বলে দলে আলোচনা আছে।

এ নিয়ে প্রেসিডিয়ামের সদস্য ফখরুল ইমাম মনে করেন, ‘কো-চেয়ারম্যান পদটি সহসাই পূরণ হবে বলে মনে হচ্ছে না। সময় লাগতে পারে।’

আরেক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘মাসুদ উদ্দিন চৌধুরীকে কো-চেয়ারম্যান করা হলে পরিস্থিতি ভিন্ন দিকে টার্ন নিতে পারে।’

শুক্রবার (২২ মার্চ) এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাসুদ উদ্দিন চৌধুরী। তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন আহমেদ মিহির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার গতকাল শুক্রবার জাপা চেয়ারম্যানের বাসায় গিয়েছিলেন। সেখানে এ ধরনের কোনও আলোচনা হয়নি। অন্য প্রসঙ্গ ছিল।’

জাপার প্রেসিডিয়ামের একজন সদস্য মনে করছেন, ‘কো-চেয়ারম্যান পদের জন্য আগ্রহীদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার উল্লেখযোগ্য। এক্ষেত্রে যদি মশিউর রহমান রাঙ্গার পদ চলে যায়, তাহলে এ পদে মজিবুল হক চুন্নু আছেন অগ্রগণ্য হিসেবে।’

জানতে চাইল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার কারণ সুনির্দিষ্ট করে বলতে পারবো না। তবে তিনি রাজনৈতিকভাবে সাফল্য দেখাতে পারেননি। সংসদে, সংসদের বাইরে অর্পিত দায়িত্ব পালন করেননি তিনি।’

তবে আইন পেশায় নিয়োজিত প্রেসিডিয়ামের একজন সদস্য মনে করেন, ‘জ্যেষ্ঠ নেতাদের মধ্যে জিএম কাদেরকে নিয়ে অসন্তোষ ছিল। তবে উপনেতা ও কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে অন্য কারণ আছে। এ বিষয়টি এখনই প্রকাশ হচ্ছে না। তিনি সময় দেননি বা সংসদে এমপিদের সঙ্গে কথা বলেননি, এটা ঠিক হলেও তা কারণ নয়। এরশাদের সিদ্ধান্ত গ্রহণের পেছনে ভিন্ন কোনও কারণ ও শক্তি আছে।’

২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পরে রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন এরশাদ।

জিএম কাদের বলছেন, তিনি এখনও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেননি। আপাতত তিনি দলের  প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য হিসেবেই কাজ করবেন।

আরও পড়ুন–

জিএম কাদেরকে সরালেন এরশাদ, আলোচনায় মাসুদ

রওশনকে সংসদের উপনেতা মনোনীত করলেন এরশাদ

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত