X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নেতৃত্ব, উন্নয়ন দর্শন ও অবদান নিয়ে সেমিনার হবে

মাহবুব হাসান
১১ এপ্রিল ২০১৯, ০৯:৫২আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৭:০৪

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, উন্নয়ন দর্শন, অর্জন এবং অবদান নিয়ে সেমিনার আয়োজন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চলতি এপ্রিল মাসে একটি এবং আগামী মে মাসে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের বিশ্বস্ত সূত্র বাংলা ট্রিবিউনকে এ খবর জানায়।

সূত্র জানায়, আগামী ১৮ এপ্রিল ‘শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি ও সমৃদ্ধির ১০ বছর’ শিরোনামে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এদিন সকাল ১০টায় তা শুরু হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল অথবা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচক হিসেবে সেমিনারে অংশ নেবেন কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, অর্থনীতি সমিতির সভাপতি অথবা সাধারণ সম্পাদকদের যে কেউ, জাইকা অথবা এডিবি’র বাংলাদেশ প্রতিনিধি এবং তিনজন অর্থনৈতিক রিপোর্টার।

অনুষ্ঠিতব্য এ সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরের উন্নয়ন এবং অন্যান্য সাফল্য নিয়ে একটি বই প্রকাশ করা হবে। এ কর্মসূচিতে বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া, অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রের অভূতপূর্ব উন্নয়ন, বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ায় শেখ হাসিনার অবদানের ওপর আলোচনা করবেন অতিথিরা।

অপর সেমিনারটি অনুষ্ঠিত হবে মে মাসের চার তারিখে। একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ সেমিনারটির শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় শেখ হাসিনার অবদান’। এতে মূল প্রবন্ধ তুলে ধরবেন আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। আলোচনায় কারা অংশগ্রহণ করবেন তা এখনও নির্ধারণ হয়নি।

জানতে চাইলে প্রচার উপ-কমিটির সদস্য সচিব এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একক নেতৃত্বে বাংলাদেশকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। তার উন্নয়ন দর্শন এখন গবেষণার বিষয়। বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করছে, যা প্রকারান্তরে শেখ হাসিনার দর্শনকে অনুসরণ করা। সেমিনারে প্রধানমন্ত্রীর বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে আশা করছি।’

প্রচার উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার নিপুণ পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। রাষ্ট্রপরিচালনায় তার দক্ষতা ও সাফল্য ঈর্ষণীয়। বাংলাদেশ তার নেতৃত্বে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বেই নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবো। আসন্ন সেমিনারে সেগুলোই হবে আমাদের আলোচনার বিষয়বস্তু।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা