X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপিরা শপথ না নিলে বিএনপি আম-ছালা দুটোই হারাবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৯, ২০:৪০আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২৩:২৬

মোহাম্মদ নাসিম (ফাইল ফটো)

৩০ এপ্রিল বিএনপি’র জন্য ডেডলাইন উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, এমপিরা শপথ না নিলে বিএনপি আম-ছালা দুটোই হারাবে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুজিবনগর সরকারের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৪ দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি বাংলাদেশের অনেক জাতীয় দিবস পালন করে না। এর মাধ্যমে কার্যত তারা জনগণের সঙ্গে প্রতারণা করে ইতিহাস অস্বীকার করতে চায়। যারা জাতীয় দিবসগুলো পালন করে না, তারা কী করে স্বাধীনতায় বিশ্বাস করে?’

মোহাম্মদ নাসিম বলেন, ‘খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল মতিঝিলে একটি সমাবেশ করবে ১৪ দল।’ হাইব্রিড আওয়ামী লীগ নেতারা দলের অনেক ক্ষতি করছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এরা বিএনপি-জামায়াতের প্রেতাত্মা। তা না হলে একজন হত্যাকারীকে আশ্রয় দিতে পারে! এমন দু-একজনের জন্য আমাদের অর্জন নষ্ট হতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘ফেনীর ঘটনায় একজন ওসি কীভাবে খুনিদের আশ্রয় দেয়?’ এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত রাজনীতির ক্যানসার, তাদের নির্মূল করতে হবে। বিএনপি নামের এই দলটি তৈরি করেছিল পাকিস্তান। এই দলের লক্ষ্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই বিষফোঁড়া দলটি যতদিন থাকবে ততদিন দেশের উন্নয়নে বাধা থাকবে।’

রাশেদ খান মেনন বলেন, ‘আজ বিএনপি-জামায়াতকে কোণঠাসা করতে পেরেছি, কিন্তু রাজনৈতিকভাবে পুরোপুরি পরাজিত করতে পারিনি। আজ উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’

হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত ও জঙ্গিবাদকে বিএনপি পৃষ্ঠপোষকতা করে। এই বিএনপি-জামায়াত রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত না হলে গণতন্ত্র মজবুত হবে না। এদের রাজনীতির মঞ্চ থেকে চিরতরে বিদায় জানাতে হবে।’

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ