X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রমিকরা মর্যাদা ও ন্যায্য মজুরি পাচ্ছে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৩:০৬আপডেট : ০১ মে ২০১৯, ১৬:৫২

মে দিবসের র‍্যালিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশে শ্রমিকরা একেবারে মানবেতর জীবনযাপন করছেন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ সাধারণ শ্রমজীবীদের কাছ থেকে ট্যাক্স হিসেবে টাকা কেটে নেওয়া হয়। সেই টাকা দিয়ে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরির নামে তারা দুর্নীতি করছে। অথচ শ্রমিকরা মর্যাদা ও ন্যায্য মজুরি পাচ্ছেন না।’

বুধবার (১ মে) বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের র‍্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় র‍্যালিটি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য মজুরি নেই। একেবারে মানবেতর অবস্থায় তারা জীবনযাপন করছেন। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। গ্যাস, বাসা ভাড়া এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে।’ সরকার দুর্নীতিকে বৈধ করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার ব্যাংক, শেয়ার মার্কেট লুট করছে। অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ শ্রমজীবীদের।’

মে দিবসে বিএনপির র‍্যালি এ সময় শ্রমিকদের উদ্দেশে ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা মে দিবস পালন করছেন, কিন্তু অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আজ গার্মেন্ট পোশাক শিল্প সবচেয়ে বেশি আয় করে। তাদের আয়ে বাংলাদেশ চলে। বিদেশে যে শ্রমিক ভাইয়েরা কাজ করেন তাদের রেমিট্যান্সে বাংলাদেশ চলে। তাদের টাকাগুলো নষ্ট করে সরকার দুর্নীতি করছে।’

বাংলাদেশে সব শ্রমজীবী মানুষ তাদের অধিকার হারিয়েছেন দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দুর্নীতিবাজ সরকার সব মানুষের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতির পাহাড় গড়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মে দিবস অধিকার আদায়ের দিন। এই দিবসকে স্মরণ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে অধিকার ফিরিয়ে আনতে হবে।’

সরকার ভোটের অধিকার লুট করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আজ দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বেঁচে থাকার জন্য শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে যেতে হবে।’

র‍্যালিতে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

 

 

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ